Twitter Blue Tick Subscription: মাসে ৮ ডলারের বিনিময়ে ট্যুইটারে 'ব্লু টিক সাবস্ক্রিপশন' পাবেন ইউজাররা, ভারতে কবে চালু হচ্ছে এই পরিষেবা?
ট্যুইটারে ব্লু টিক কেনা যাবে টাকা দিয়ে। ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পরই ঘোষণা হয়েছে নতুন নিয়ম। এই পরিষেবার নাম ট্যুইটার ব্লু টিক সাবস্ক্রিপশন। অর্থাৎ ট্যুইটার অ্যাকাউন্টের পাশে থাকা ব্লু টিক এবার থেকে টাকা দিয়ে কিনতে হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইতিমধ্যেই বেশ কিছু দেশে আইওএস ইউজারদের জন্য এই ট্যুইটার ব্লু টিক সাবস্ক্রিপশন চালু হয়েছে। এই তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ব্রিটেন।
জানা গিয়েছে প্রতি মাসে ৮ ডলারের বিনিময়ে এই ব্লু টিক সাবস্ক্রিপশন কিনতে পারবেন ট্যুইটার ইউজাররা। ভারতে এখনও এই পরিষেবা চালু হয়নি।
তবে শোনা গিয়েছে, ইলন মাস্ক নাকি জানিয়েছেন যে সম্ভবত এক মাসেরও কম সময়ের মধ্যে ভারতেও ট্যুইটারের এই নতুন সার্ভিস চালু হতে চলেছে। তবে নির্দিষ্ট কোনও সময়কাল জানা যায়নি এখনও।
এতদিন পর্যন্ত ট্যুইটারে এই ব্লু টিক পাওয়া যেত বিনামূল্যে। ইউজারদের আবেদন জানাতে হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভেরিফিকেশন করে ব্লু টিক প্রদান করত ট্যুইটারে। তবে এবার থেকে ট্যুইটার অ্যাকাউন্টের এই ব্লু টিক কেনা যাবে টাকা।
আপাতত শুধু জানা গিয়েছে যে প্রতি মাসে ৮ ডলার খরচ করলেই ট্যুইটারের ব্লু টিক সাবস্ক্রিপশন পাওয়া যাবে। তবে এই সাবস্ক্রিপশন প্রসঙ্গে বিশদে কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।
ট্যুইটারে টাকা দিয়ে ব্লু টিক সাবস্ক্রিপশন নেওয়ার পর আরও অনেক সুবিধাই পাবেন ইউজাররা। কমে যাবে বিজ্ঞাপনের সংখ্যা। সংস্থার দাবি আগের তুলনায় অর্ধেক হয়ে যাবে বিজ্ঞাপনের সংখ্যা।
এর পাশাপাশি নতুন এই সাবস্ক্রিপশন কিনলে ট্যুইটারিয়ানরা বড় সাইজের ফাইল বা অডিও আপলোড করতে পারবেন। এর পাশাপাশি আগের তুলনায় অনেক ভাল অভিজ্ঞতা পাবেন ইউজাররা, এমনই দাবি করেছে ট্যুইটার কর্তৃপক্ষ।
এছাড়াও ইউজাররা তাঁদের কনটেন্টের গুণমানের উপর প্রায়োরিটি র্যাঙ্কিং পাবেন। এই সুবিধা পাওয়া যাবে ট্যুইটের কমেন্ট, রিপ্লাই, মেনশন এবং সার্চের ক্ষেত্রেও।
ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পরেই ইলন মাস্ক জানিয়েছিলেন যে আগামী দিনে একাধিক নতুন ফিচার যুক্ত করা হবে ট্যুইটারে। ব্লু টিক ভেরিফিকেশন সাবস্ক্রিপশন তারই অংশ বলে মনে করা হচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -