Aadhaar Card: ডেটা চুরি করতে পারে প্রতারকরা, আধারের বিষয়ে সতর্ক হোন এভাবে
ভোটার কার্ড, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স। যাই থাকুক না কেন, এখন পরিচয় পত্র হিসেবে সবচেয়ে বেশি কাজে লাগে আধার কার্ড। ব্যাঙ্কের কোনও কাজ, সরকারি কোনও প্রকল্পের সুবিধা, ট্যাক্স সংক্রান্ত কোনও বিষয় বা প্রভিডেন্ট ফান্ড-যাই হোক না কেন। প্রায় সবক্ষেত্রেই প্রয়োজন হয় আধার কার্ডের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারত সরকার ২০০৯ সালে ভারতে প্রথমবারের মতো আধার কার্ড প্রকল্প শুরু করে। এরপর থেকে দেশে দ্রুত এর ব্যবহার বাড়ছে। আধার কার্ড ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI নামে একটি সংস্থা জারি করে।
আধারের ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর সাথে সম্পর্কিত জালিয়াতির ঘটনাও খুব দ্রুত বাড়তে শুরু করেছে। আজকাল অনেক লোকের আধার ডেটা চুরি হচ্ছে। এই পরিস্থিতিতে এই সমস্যা থেকে উত্তরণের জন্য UIDAI আধার লক ও আনলক করার সুবিধা দিচ্ছে।
সাইবার অপরাধের ঘটনা রোধ করতে UIDAI আধার কার্ড লক ও আনলক করার সুবিধা দিচ্ছে। আধার কার্ডের বায়োমেট্রিক লক করে, আপনি এর অপব্যবহার রোধ করতে পারেন। এতে আপনার ডেটা নিরাপদ থাকবে। আধার কার্ড লক করার পরে আপনি ও অন্য কোনও ব্যক্তি আপনার আধার ডেটা অ্যাক্সেস করতে পারবে না।
আপনি যদি আবার ডেটা অ্যাক্সেস করতে চান, তবে আপনাকে আপনার আধার কার্ড আনলক করতে হবে। তারপরই আপনি এটি আবার ব্যবহার করতে পারবেন,আধার ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী আধার ডেটা লক ও আনলক করতে পারেন।
1. এর জন্য আপনি UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইট www.uidai.gov.in দেখুন। 2. এরপর আপনি My Aadhaar বিকল্পটি নির্বাচন করুন। এখানে আধার পরিষেবাগুলি নির্বাচন করুন।
3. এই পর্বে আপনাকে বায়োমেট্রিক্স লক/আনলক নির্বাচন করতে হবে। 4. এখানে আপনার ১২ সংখ্যার আধার নম্বর লিখুন। তারপর আপনার ক্যাপচা কোড দিন। 5. তারপর Send OTP-তে ক্লিক করুন।
6. এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে, যা এখানে লিখতে হবে। 7. এখানে আপনি বায়োমেট্রিক ডেটা লক/আনলক করার বিকল্প দেখতে পাবেন। আপনি যে লক বা আনলক বিকল্পটি বেছে নিতে চান তা দ্রুত নির্বাচন করুন।
8. শেষে আপনার আধার বায়োমেট্রিক ডেটা লক বা আনলক করা হবে।
তাই আধার কার্ড যাতে প্রতারকদের হাতে না পড়ে তা নিয়ে সতর্ক হোন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -