Investment Plan: বিমা কভারেজের সঙ্গে বিনিয়োগও! এক প্রিমিয়ামেই জোড়া সুবিধা! কীভাবে?

Financial Tips: পরিবারের সুরক্ষার জন্য বিমা প্রয়োজন, তার সঙ্গেই প্রয়োজন ভবিষ্যৎ সঞ্চয়। ২টি একসঙ্গে করবেন কীভাবে?

প্রতীকি চিত্র

1/10
ভবিষ্যৎ-পরিকল্পনায় সবার আগে আসে বিনিয়োগের ভাবনা। আর এক্ষেত্রে অপশন রয়েছে অনেক।
2/10
বিনিয়োগের পাশাপাশি, পরিবারের সুরক্ষাও একটি সাধারণ পরিবারের অন্যতম চিন্তা। তার জন্য রয়েছে বিমা।
3/10
কিন্তু রোজগার এত থাকে না যে মোটার টাকার বিমা কভারেজের পাশাপাশি ভাল পরিমাণে বিনিয়োগও চালিয়ে যাওয়া যাবে
4/10
এমন পরিস্থিতিতে এমন একটি অপশন রয়েছে যা বিনিয়োগ এবং বিমা কভার ২টির সুবিধাই দিতে পারে। অর্থাৎ রিটার্নের সঙ্গেই আপৎকালে আর্থিকভাবে নিশ্চিন্ত হওয়ার সুযোগও রয়েছে।
5/10
Unit Linked insurance plan বা ULIP এমনই একটা প্ল্যান। এটি একটি প্রোডাক্ট, যেখানে জীবন বিমা কভারেজের সঙ্গেই বিনিয়োগের সুবিধা দেওয়া হয়।
6/10
অন্যান্য বিমার মতোই এখানে প্রিমিয়াম দিতে হয়। সেই প্রিমিয়ামের একটি অংশ যায় জীবনবিমার কভারেজের জন্য। আরেকটি অংশ ইকুইটি, ডেট বা হাইব্রিড ফান্ডে বিনিয়োগ করা হয়। এক্ষেত্রে বিনিয়োগকারীর বেছে নেওয়ার সুযোগ থাকে।
7/10
এক্ষেত্রে একটি ঝুঁকির বিষয়ও জড়িত। সাধারণ বিমার ক্ষেত্রে কম অঙ্কের হলেও গ্যারান্টেড রিটার্ন থাকে। কিন্তু ULIP-এর ক্ষেত্রে সেটা নয়, কারণ এটা বাজারের ওঠানামার উপর প্রত্যক্ষভাবে নির্ভর করে।
8/10
ULIP-এর বিজ্ঞাপনে সুবিধার পাশাপাশি এর সঙ্গে জড়িয়ে থাকা ঝুঁকির বিষয়টিও বলে দিতে হয়। সম্প্রতি IRDAI- সার্কুলার জারি করে জানিয়েছে ULIP-কে investment product বলা যাবে না।
9/10
আবার অন্যদিকে ULIP-কে পুরোপুরি বিনিয়োগ হিসেবেও বলা যায় না। কারণ এর সঙ্গে বিমার কভারেজও রয়েছে, আবার বিনিয়োগের অংশ এর সঙ্গে জড়িত। IRDAI এর তরফে ULIP-নিয়ে একটি গাইডলাইন দেওয়া হয়েছে, সেখানে ক্রেতাদের সুরক্ষা, স্বচ্ছতা-সহ একাধিক বিষয়ে তথ্য় দেওয়া হয়েছে।
10/10
Disclaimer: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। সব ছবি: PTI, Pexels, Getty
Sponsored Links by Taboola