Union Budget 2023: স্বস্তি পেতে পারে মধ্যবিত্ত ! বাজেটে এই ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী ?
Nirmala Sitharaman: মাঝে মাত্র কিছুদিনের অপেক্ষা। আগামী বাজেটেই বদলে যেতে পারে ইনকাম ট্য়াক্স স্ল্যাব ! সম্প্রতি তেমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কী বলেছেন নির্মলা সীতারমন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতি বছরই সরকারের থেকে এই আশা করে মধ্য়বিত্ত। মূল্যবৃদ্ধি থেকে পরিত্রাণ পেতে আয়করে আরও ছাড় আশা করে এই শ্রেণি। বাজেট আসার আগে এবারও এই আশার ব্যতিক্রম হবে না। সম্প্রতি মধ্যবিত্তের এই আশা প্রসঙ্গে মুখ খুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
তিনি বলেন, ''আমি নিজে মধ্যবিত্ত পরিবারের সদস্য। তাই মধ্য়বিত্ত সংসারগুলি কী প্রবল চাপের মধ্য়ে থাকে তা আমি ভালভাবেই উপলব্ধি করি। মোদি সরকার নতুন করে এই মধ্যবিত্তের ওপর কোনও কর আরোপ করেনি।''
অর্থমন্ত্রী এই বক্তব্যই ইঙ্গিত দিচ্ছে আগামী বাজেটেই মধ্য়বিত্তের কর সংস্কারে নতুন কিছু ভাবতে চলেছে অর্থমন্ত্রক।
১ ফেব্রুয়ারি লোকসভায় ২০২৩-২৪ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেট নিয়ে ইতিমধ্য়েই প্রত্যাশা বেড়েছে দেশবাসীর মনে। আশা করা হচ্ছে, আগামী বাজেটে আয়করের সীমা বাড়াবে সরকার। অন্যদের পাশাপাশি যার ফলে স্বস্তি পেতে পারে মধ্যবিত্তরা।
সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ম সেবক সংঘ সম্পর্কিত একটি সাপ্তাহিক পত্রিকা পাঞ্চজন্য-র অনুষ্ঠানে মধ্য়বিত্তদের নিয়ে মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
এখানেই মোদি সরকারের মধ্যবিত্তকে দেওয়া স্বস্তি নিয়ে মন্তব্য করেন সীতারমন। এই বিষয়ে উদাহরণও দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, ''এখনও ৫ লাখ টাকা পর্যন্ত আয়করে ছাড় দিয়ে রেখেছে সরকার। মধ্যবিত্তরা গণপরিবহণ সবচেয়ে বেশি ব্যবহার করে। সেই কারণে আমরা ২৭টি জায়গায় মেট্রো রেল নেটওয়ার্ক নিয়ে এসেছি।
অনেক মধ্যবিত্ত মানুষ চাকরির সন্ধানে শহরে চলে যাচ্ছে। যার জন্য আমরাও 'স্মার্ট সিটি'-র লক্ষ্যে ফোকাস করছি। মধ্যবিত্তের উন্নয়নে আমরা এই কাজ চলিয়ে যাব।
বর্তমানে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত করছাড় পাওয়া যায় (Tax Exemption Limit)। তা বাড়িয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত করা হতে পারে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ ৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও রকম কর দিতে হবে না সাধারণ মানুষকে।
তবে গোটা বিষয়টিই আলোচনার স্তরে রয়েছে। বাজেটেই এ নিয়ে সরকারের তরফে চূড়ান্ত ঘোষণা হবে বলে দিল্লির একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা আইএএনএস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -