রেকর্ড মুদ্রাস্ফীতি আমেরিকায়, ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ
মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রথম বিশ্বের দেশেও মুদ্রাস্ফীতিতে রেকর্ড। ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ এই মুদ্রাস্ফীতি। একথা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন স্বয়ং।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৮২ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্য বৃদ্ধির হার সবথেকে দ্রুত গতিতে বাড়ল। ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস এর রিপোর্ট থেকে এমনটাই জানা যাচ্ছে।
সেখানে বলা হয়েছিল বিশ্বব্যাপী অর্থনীতি যে চাপের সম্মুখীন হচ্ছে, তা প্রতিফলিত করেছে আমেরিকার অর্থনীতিতেও। বিশ্বব্যাপী মহামারী থেকে বেরিয়ে ফের উঠে দাঁড়ানো একটি লড়াই।
নভেম্বর অবধি ভোক্তা মূল্য সূচক ৬.৮ শতাংশ বেড়ে গিয়েছে। যদিও মাসিক মূল্য বৃদ্ধির হার অক্টোবরের তুলনায় কিছুটা কমেছে নভেম্বরে।
চলতি বছরের নভেম্বর পর্যন্ত আমেরিকায় ভোক্তা পর্যায়ে দ্রব্যমূল্য বৃদ্ধির হার (কনজিউমার প্রাইস ইনডেক্স-সিপিআই) ছয় দশমিক আট শতাংশ বলে জানিয়েছে দেশটির ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস।
সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন বাড়ি ভাড়া-খাওয়ার খরচ-সেকেন্ডহ্যান্ড গাড়িসহ প্রয়োজনীয় সবকিছুর দামই পাল্লা দিয়ে বাড়ছে। বহুল ব্যবহৃত জ্বালানি তেল পেট্রোলের দাম এক ধাক্কায় বেড়েছে ছয় দশমিক এক শতাংশ।
যদিও বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে বাইডেন বলেছেন, নভেম্বর মাস পর্যন্ত তথ্যের ভিত্তিতে শ্রম পরিসংখ্যান ব্যুরো দ্রব্যমূল্য বৃদ্ধির যে হার দেখাচ্ছে, তার সঙ্গে ডিসেম্বর মাসের বাজারমূল্যের কোনো মিল নেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -