Vodafone Prepaid Plan: ভোডাফোন গ্রাহকদের জন্য সুখবর! বাম্পার প্ল্যান আনল সংস্থা
দুটি নতুন প্ল্যান নিয়ে এল ভোডাফোন
1/7
রিলায়েন্স জিও এবং এয়ারটেলের পর এবার দুটি নতুন প্ল্যান নিয়ে এল ভোডাফোন। TRAI টেলিকম অপারেটরদের কমপক্ষে একটি প্রিপেইড প্ল্যান অন্তর্ভুক্ত করতে বলেছিল যার মেয়াদ ৩০ এবং ৩১ দিনের মধ্যে রয়েছে। এর পরই দুটি নতুন প্ল্যান আনে ভোডাফোন।
2/7
ভোডাফোনের Rs 327 প্রিপেড প্ল্যানটির বৈধতা ৩০ দিনের। প্রতিদিন 100টি SMS সহ মোট 25GB ডেটা পাওয়া যাবে। আনলিমিটেড ভয়েস কল, Vi Movies এবং টিভি সাবস্ক্রিপশনের একটি বিনামূল্যের অফার রয়েছে।
3/7
তবে এটিতে দৈনিক ডেটার সীমাবদ্ধতা নেই। গ্রাহকরা মোট 25GB ডেটা পাবেন, যা এক মাসের জন্য থাকবে। প্রয়োজনে অ্যাড-অন ডেটা নিতে পারেন বাড়তি রিচার্জ করে।
4/7
ভোডাফোনের পরের প্ল্যানটি Rs 337-এর। ৩১ দিনের জন্য বৈধ থাকবে এই প্ল্যান্ আনলিমিটেড ভয়েস কল এবং Vi Movies এবং TV সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা।
5/7
সম্প্রতি প্রায় 8000 সিম কার্ড ব্লক করল টেলিকম সংস্থা ভোডাফোন-আইডিয়া (Vodafone-idea)। সাইবার পুলিশের নির্দেশেই এই কাজ করেছে কোম্পানি।
6/7
পুলিশের এই নির্দেশের পরই ভোডাফোন-আইডিয়া 7,948টি সিম কার্ড ব্লক করেছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, দেশে সম্ভবত এই প্রথম কোনও টেলিকম কোম্পানি একসঙ্গে এত নম্বর ব্লক করেছে।
7/7
Vodafone-Idea-এর 359 টাকার প্ল্যান প্রতিদিন 2GB ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে, কোম্পানি প্রতিদিন বিনামূল্যে 100 SMS এবং 28 দিনের ভ্যালিডিটির সাথে আনলিমিটেড ভয়েস কলিং অফার করছে।
Published at : 02 Apr 2022 11:33 PM (IST)