Wedding Insurance: বিয়ে বাতিল হলে ফেরত পাবেন ১০ লাখ টাকা, জানুন কীভাবে ?

Wedding_Insurance: বিয়ে বাতিলে টাকা দেবে কোম্পানি ? কীভাবে হবে অসাধ্য সাধন ?

1/7
Wedding Insurance Policy: ভারতে আবারও ওমিক্রনের ঘটনা দ্রুত বাড়ছে। এরকম একটা পরিস্থিতিতে বিয়ের পরিকল্পনা করে ভুগতে হতে পারে। করোনার কারণে বিয়ের বুকিং বাতিল হলে লাখ-লাখ টাকার ক্ষতি। এখন থেকে আর এই বিষয়ে চিন্তা করার দরকার নেই আপনার।
2/7
আপনার বিয়ে বাতিল হলে আপনি মাত্র 15000 টাকা দিয়ে পুরো 10 লাখ টাকার সুবিধা পেতে পারেন।
3/7
বর্তমানে দিল্লিতে কোভিডকালে হলুদ সতর্কতা জারি হয়েছে। যার জেরে মাত্র 20 জন লোক বিয়েতে অংশ নিতে পারবেন। এরকম পরিস্থিতিতে জানুয়ারি-ফেব্রুয়ারিতে যারা বিয়ের বুকিং করেছেন স্বাভাবিকভাবেই তাদের টেনশন বাড়ছে।
4/7
আপনাদের পরিস্থিতির কথা মাথায় রেখে অনেক কোম্পানি বিয়ের বিমায় নেমেছে। যার দৌলতে আপনি বিয়ে বাতিল করার পরেও তার বিমার টাকা পেয়ে যাবেন। আপনার বিয়ে বাতিল থেকে গয়না চুরির মতো ঘটনার আর্থিক নিরাপত্তা দেয় এই বিমা।
5/7
এই সুবিধা নিতে হলে আপনাকে বিয়ের বিমা করতে হবে। বর্তমানে দেশের অনেক কোম্পানি গ্রাহকদের এই সুবিধা দিচ্ছে। তবে এর জন্য বিভিন্ন প্যাকেজ পাওয়া যায়। তাই আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বিমা নিতে পারেন।
6/7
আপনি বিয়ের জন্য বুক করা যেকোনও হল বা রিসোর্টের অগ্রিম অর্থের জন্য বিমা করাতে পারেন। এছাড়াও ক্যাটারারদের দেওয়া অগ্রিম, ট্রাভেল এজেন্সিগুলিকে দেওয়া অগ্রিম, হোটেল বুকিংয়ের জন্য দেওয়া অগ্রিম, বিবাহের কার্ড ছাপানোর জন্য দেওয়া অগ্রিম, সাজসজ্জা ও সংগীতের জন্য দেওয়া অগ্রিম টাকা বিমার মাধ্যমে ফেরত নিতে পারেন।
7/7
বর্তমানে ICICI Lombard, Future Generali, HDFC Argo, Bajaj Allianz General Insurance-এর মতো কোম্পানিগুলি ভারতে বিয়ের বিমা অফার করছে। ধরুন আপনি যদি 10 লাখ টাকার একটি বিয়ের বিমা নেন, তাহলে আপনাকে 7,500 থেকে 15,000 টাকা প্রিমিয়াম দিতে হবে।
Sponsored Links by Taboola