West Bengal Gold Silver Price: উৎসবের আগে গয়না কেনার শখ? জেনে নিন আজ বাংলার রেটচার্ট
শখ হোক বা বিনিয়োগ, সোনার (Gold Rate Today) তুলনা নেই। শুভ অনুষ্ঠানের সঙ্গেও জড়িয়ে সোনার কেনার চল। প্রতিদিনই ওঠানামা করে সোনার দাম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর (Gold Silver Price) সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়।
প্রতিদিন সোনা-রুপোর দাম (Gold Silver Rate) কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*।
২৪ ক্যারেট (Fine Gold 995) সোনার ১ গ্রামের মূল্য শনিবার ৫৯০৬ টাকা।
২২ ক্যারেট সোনা কিনতে গেলে ১ গ্রামের দাম পড়বে ৫৭০৫ টাকা। ২২ ক্যারেটের সোনা দিয়েই গয়না তৈরি হয়। পাথর সেটিং, হিরের গয়না তৈরিতে সাধারণত ১৮ ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।
অনেকেই সোনা বিক্রি করে নতুন সোনার গয়না কিনতে চান। সেক্ষেত্রে ২২ ক্যারেটের সোনা আপনি বেচতে গেলে ১ গ্রামের দাম পাবেন ৫৩৭৪ টাকা।
১৮ ক্যারেটের সোনা মূলত লাগে হিরের গয়না তৈরিতে। ১ গ্রামের দাম শনিবারের চার্ট অনুযায়ী ৪৭০১ টাকা।
যাঁরা রুপো পছন্দ করেন, তাঁরা রুপো কিনতে পারেন ১ কেজি ৭৩১১১ টাকা দামে।
খেয়াল রাখতে হবে, সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -