West Bengal Gold Silver Price: উৎসবের আগে গয়না কেনার শখ? জেনে নিন আজ বাংলার রেটচার্ট
দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়।
সোনা রুপোর দর
1/9
শখ হোক বা বিনিয়োগ, সোনার (Gold Rate Today) তুলনা নেই। শুভ অনুষ্ঠানের সঙ্গেও জড়িয়ে সোনার কেনার চল। প্রতিদিনই ওঠানামা করে সোনার দাম।
2/9
বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর (Gold Silver Price) সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়।
3/9
প্রতিদিন সোনা-রুপোর দাম (Gold Silver Rate) কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*।
4/9
২৪ ক্যারেট (Fine Gold 995) সোনার ১ গ্রামের মূল্য শনিবার ৫৯০৬ টাকা।
5/9
২২ ক্যারেট সোনা কিনতে গেলে ১ গ্রামের দাম পড়বে ৫৭০৫ টাকা। ২২ ক্যারেটের সোনা দিয়েই গয়না তৈরি হয়। পাথর সেটিং, হিরের গয়না তৈরিতে সাধারণত ১৮ ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।
6/9
অনেকেই সোনা বিক্রি করে নতুন সোনার গয়না কিনতে চান। সেক্ষেত্রে ২২ ক্যারেটের সোনা আপনি বেচতে গেলে ১ গ্রামের দাম পাবেন ৫৩৭৪ টাকা।
7/9
১৮ ক্যারেটের সোনা মূলত লাগে হিরের গয়না তৈরিতে। ১ গ্রামের দাম শনিবারের চার্ট অনুযায়ী ৪৭০১ টাকা।
8/9
যাঁরা রুপো পছন্দ করেন, তাঁরা রুপো কিনতে পারেন ১ কেজি ৭৩১১১ টাকা দামে।
9/9
খেয়াল রাখতে হবে, সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
Published at : 23 Sep 2023 01:45 PM (IST)