Inflation Calculator: এখন ৫০ লাখ টাকা জমানো আছে ? ৩০ বছর পরে কত মূল্য হবে জানেন ?

Saving Tips: আজ আপনার কাছে ৫০ লাখ টাকা থাকলে কোনও বিনিয়োগ ছাড়া আজ থেকে ৩০ বছর পরে এর মূল্য দাঁড়াবে ১২ লাখ টাকা। অর্থাৎ তিন ভাগের এক ভাগ হয়ে যাবে টাকার মূল্য।

৫০ লাখ টাকার মূল্য ৩০ বছর পরে কত হবে ?

1/10
প্রতি বছর টাকার দাম কমছে। অর্থাৎ দেশে মুদ্রাস্ফীতির হার ক্রমেই বাড়ছে। আর এই কারণেই আজকের ১ হাজার টাকার দাম আগামী বছর অল্প হলেও কমে যায়।
2/10
আজ ১০০ টাকায় যা যা জিনিস কিনতে পারছেন, আগামী বছর বা আজ থেকে বছর দুয়েক পরে একই পরিমাণ জিনিস আর কেনা যাবে না।
3/10
আপনি সঞ্চয়ের কথা ভেবে পরিকল্পনা করেছেন যে ৩০ বছরে ৫০ লাখ টাকা জমাবেন, কিন্তু জানেন ৩০ বছর পরে সেই ৫০ লাখ টাকার মূল্য কত হবে ?
4/10
বিনিয়োগ করার কথা ভাবলে এমন জায়গায় টাকা বিনিয়োগ করতে হবে যা মুদ্রাস্ফীতিকে টেক্কা দিতে পারে।
5/10
এখন দেশের মুদ্রাস্ফীতির হার গড়ে ৬ শতাংশ, অর্থাৎ এর থেকে বেশি রিটার্ন পেলে তবেই আপনার টাকা পরিমাণে বাড়বে।
6/10
আজ আপনার কাছে ৫০ লাখ টাকা থাকলে কোনও বিনিয়োগ ছাড়া আজ থেকে ৩০ বছর পরে এর মূল্য দাঁড়াবে ১২ লাখ টাকা।
7/10
অর্থাৎ তিন ভাগের এক ভাগ হয়ে যাবে টাকার মূল্য। তাই এমনভাবে বিনিয়োগ করতে হবে যাতে টাকার মূল্য না কমে।
8/10
আপনি যদি ভাবেন ২৫ লাখ টাকা বিনিয়োগ করবেন, মুদ্রাস্ফীতির দর ৫ শতাংশ ধরলে আপনাকে উপযুক্ত রিটার্ন পেতে গেলে ২৫ লাখের বদলে ৪০ লাখ টাকা বিনিয়োগ করতে হবে।
9/10
একইভাবে আজ ১০ লাখ টাকা জমানো থাকলে আজ থেকে ১০ বছর পরে সেই টাকার মূল্য দাঁড়াবে ৫ লক্ষ ৩৮ হাজার টাকা।
10/10
এক্ষেত্রে মুদ্রাস্ফীতির হারকে প্রতি বছর স্থির ৬ শতাংশ ধরে নেওয়া হয়েছে। এই হার বাড়তেও পারে, কমতেও পারে।
Sponsored Links by Taboola