Inflation Calculator: ১০ লাখ টাকা জমানো আছে ? ১০ বছর পর কত হবে এই টাকার মূল্য ?
মুদ্রাস্ফীতি এমন এক বিষয় যা আমাদের দৈনন্দিন জীবনে টাকা দিয়ে জিনিস কেনার ধারণা থেকে উঠে আসে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসমস্ত জিনিসের দাম বাড়ে আমরা দেখতে পাই বাস্তবে, কিন্তু আদপে টাকার দাম কমে। একেই বলে মুদ্রাস্ফীতি।
১০০ টাকায় ৩ বছর আগে যা যা জিনিস কেনা যেত, এখন তার থেকে কম জিনিস কেনা যায়, অর্থাৎ টাকার পরিমাণ এক থাকলেও তাঁর মূল্য কমেছে।
মুদ্রাস্ফীতির হিসেব না জানলে ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা ঠিকভাবে করতে অসুবিধেয় পড়তে হতে পারে।
ভারতে এখন বর্তমান মুদ্রাস্ফীতির হার রয়েছে ৬.২১ শতাংশ। অর্থাৎ প্রতি বছর আপনার ১০০ টাকার মূল্য ৬.২১ টাকা করে কমছে।
এখন আপনার কাছে ১০ লক্ষ টাকা জমানো থাকলে আজ থেকে ১০ বছর পরে তার আসল মূল্য কত হবে দেখে নেওয়া যাক।
এর জন্য আপনাকে এই নিয়ম মানতে হবে – ১০,০০০০০ × ০.৯৪ = ৯৪,০০০ টাকা। অর্থাৎ এক বছর পর আপনার ১০ লাখ টাকার মূল্য হবে ৯৪,০০০ টাকা।
৫ বছর পরে এই টাকার মূল্য হবে ১০,০০০০০ × (০.৯৪)৫ অর্থাৎ ৭ লক্ষ ৩৪ হাজার টাকা। প্রায় ৩ লক্ষ টাকা মূল্য কমবে।
আর ১০ বছর পরে আপনার জমানো ১০ লক্ষ টাকার মূল্য হবে একই নিয়মে ৫ লক্ষ ৩৮ হাজার টাকা। প্রায় অর্ধেক হয়ে যাবে টাকার দাম।
এক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার স্থির ৬.২১ ধরে নেওয়া হয়েছে, এই হার বাড়লে আরও কমে যাবে টাকার মূল্য। এই হিসেব মাথায় রেখেই আপনার আর্থিক পরিকল্পনা করা উচিত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -