WIFI Connection: নেটের স্পিড স্লো ? এই কয়েকটা নিয়ম মানলেই পাবেন দুরন্ত গতি
Wi-Fi Speed: কোভিড সঙ্কটের পর থেকেই বেশিরভাগ মানুষই বাড়ি থেকে কাজ করছেন। এই পরিস্থিতিতে কিছুক্ষণের জন্যও নেট স্লো হয়ে গেলে বড় সমস্যার মুখে পড়তে হয়। জেনে নিন এমন কিছু সহজ টিপস, যার সাহায্যে বাড়াতে পারবেন Wi-Fi এর গতি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppWi-Fi better location: ভাল অবস্থান Wi-Fi-এর অবস্থান এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। এই ডিভাইস বা যন্ত্র কেবল সীমিত দূরত্বের মধ্যে সিগনাল বা সংকেত পাঠায়।Wi-Fi এর গতি অনেক কিছুর জন্যই বাধা পায়। দেওয়াল বা আসবাবপত্র তার মধ্যে অন্যতম। মাইক্রোফোন ও ব্লুটুথ স্পিকারের মতো অন্যান্য ডিভাইস থেকে আসা রেডিও তরঙ্গ সিগনালকে ডিসটার্ব বা বিরক্ত করে।তাই রাউটারটি বাড়ির মাঝখানে বা যেখানে আপনি ইন্টারনেট ব্যবহার করেন সেখানে বসানো উচিত।
WIFI Connection:রাউটারের অ্যান্টেনা অ্যাডজাস্ট করুন কিছু রাউটারের বডির ভিতরে অ্যান্টেনা থাকে। যদিও কিছু রাউটারের বাইরে থাকে অ্যান্টেনা। যা অ্যাডজাস্ট করা যায়। একাধিক তলায় বা ফ্লোর Wi-Fi সিগনাল পাঠাতে হরিজোনটাল বা অনুভূমিকভাবে অ্যান্টেনা সেট করুন। এর মাধ্যমে Wi-Fi সিগন্যাল উপরে ও নিচে সহজেই যেতে পারবে। একবার সমস্যা দেখা দিলে ডিভাইসগুলি বন্ধ করুন ও পুনরায় চালু করুন।
রাউটার, মডেম বন্ধ করুন ও তা আবার চালু করুন। প্রতিটি ডিভাইসের বিরতি প্রয়োজন হয়। তাই Wi-Fi এর সাথে যুক্ত যেকোনও ডিভাইস বন্ধ করুন ও ফের তা চালু করুন।মডেম আপনার হোম নেটওয়ার্ক ও ISP এর মধ্যে প্রাপ্ত ইন্টারনেট সিগনালকে অনুবাদ করে।ইন্টারনেটের গতি কম থাকলে মডেমটি ফের সেট করুন।
Wi-Fi Speed: আপনার Wi-Fi নেটওয়ার্ক আরও বাড়ান বাড়ির মাঝখানে ওয়াই-ফাই রাখা হলেও অনেক সময় নেটওয়ার্ক সমস্যা দেখা দেয। এই সমস্যাটি কাটিয়ে উঠতে, আপনাকে এটিতে একটি ডিভাইস যুক্ত করতে হবে। যার মাধ্যমে আপনি নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে পারবেন।রাউটার ও ডেড জোনের মধ্যে একটি Wi-Fi বুস্টার রাখুন। পাওয়ার লাইন এক্সটেন্ডার কিটও এই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -