Calcutta Zoo Photos: জল খাচ্ছে বাঘ, আর........শীতের আমেজে বর্ষবিদায়ে চিড়িয়াখানার ছবি দেখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Dec 2020 01:20 PM (IST)
1
সব মিলিয়ে বর্ষশেষে খুশির রঙে রঙিন চিড়িয়াখানা।
2
জলে বিচরণ হাঁসের।
3
সকাল থেকেই শীতের রোদ্দুর গায়ে মেখে উত্সবের মেজাজ।
4
বছর শেষের খুশি, আনন্দের পাত্রে তাই কোনও খামতি নেই।
5
হাতিরা একটু একা, দূরে।
6
ঘাড় উঁচু করে জিরাফও এগিয়ে এসেছে দর্শকদের স্বাগত জানাতে।
7
অন্যবারের তুলনায় করোনা আবহে ভিড় যদিও একটু কম।
8
কচিকাঁচাদের ভিড় চিড়িয়াখানায়।
9
২০২০-কে বিদায় জানিয়ে একুশকে স্বাগত জানাতে তৈরি কলকাতা।
10
পাখীরা খাঁচায় ডালে বসে রোদ পোহাচ্ছে।
11
হাতি, গন্ডাররাও বেরিয়ে পড়েছে নিজেদের ডেরা থেকে।
12
বাঘকে দেখা গেল জলে নেমে তৃষ্ণা মিটিয়ে রাজকীয় মেজাজে বিচরণ করতে।
13
সকলেই যার যার নিজের খেয়ালে, মুডে রয়েছে।
14
আর ওদের মন ভরিয়ে দিয়েছে চিড়িয়াখানার সদস্যরা।
15
তবে উত্সাহের ঘাটতি নেই ওদের।