গঙ্গাবক্ষে লাক্সারি ওয়াটার বাস, চন্দননগর থেকে কলকাতা পরিষেবা চালু, ভাড়া কত জানেন ?
এছাড়া, শনি-রবি ও অন্য সরকারি ছুটির দিন বিশেষ পরিষেবা দেওয়ার কথাও ভাবনাচিন্তার স্তরে রয়েছে। চন্দননগর-কলকাতা-গঙ্গাসাগর বা চন্দননগর-কলকাতা-সুন্দরবণ পরিষেবার কথা ভাবনাতচিন্তার স্তরে রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজানা গিয়েছে, আপাতত সপ্তাহে তিনদিন চলবে ওয়াটার বাস। যাত্রী হলে পরে পাঁচদিন চালানোর পরিকল্পনা হবে।
জানা গিয়েছে, চন্দননগর থেকে সকাল ৮টার সময় ছাড়বে ওয়াটার বাস। শেওড়াফুলিতে সাময়িক বিরতি দিয়ে কলকাতার মিলেনিয়াম পার্কে পৌঁছবে পৌনে ১০টা নাগাদ। ফের, বিকেল ৪টা নাগাদ ফিরতি যাত্রা শুরু করবে ওয়াটার বাসটি।
চন্দননগর পুরসভা সূত্রে খবর, এরপর সপ্তাহে দু’ দিন চন্দননগর থেকে কলকাতা হয়ে গঙ্গাসাগর পর্যন্ত চলাচল করবে এই ওয়াটার বাস।
১৫৬ আসন বিশিষ্ট এই ওয়াটার বাসে চড়ে চন্দননগর থেকে দেড় ঘণ্টায় কলকাতায় পৌঁছবেন যাত্রীরা।
আজ থেকে হুগলি থেকে কলকাতা পর্যন্ত চালু হল লাক্সারি ওয়াটার বাস পরিষেবা।
বাতানুকূল লাক্সারি ওয়াটার বাসের ভাড়া ধার্য হয়েছে ৩২০ টাকা। বর্তমানে, ৬০ শতাংশ আসন পূর্ণ করা হচ্ছে। পরে, সব আসন পূর্ণ করা হলে ভাড়া ২৫০ টাকা হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -