Soumitra Chatterjee Death: সৌমিত্র চট্টোপাধ্যায়কে কীভাবে দেখেছেন? স্মৃতিচারণায় সহ-অভিনেতারা
সৌমিত্র চট্টোপাধ্যায় মানে প্রতিদিন, প্রতি মুহূর্তে শেখার সুযোগ। কখনও কোনও কিছু আটকে গেলে বুঝিয়ে দিয়েছেন অকৃপণভাবে। কিংবদন্তী শিল্পীর প্রয়াণে স্মৃতির সরণিতে অভিনেতা বিশ্বজিত্ চক্রবর্তী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেরিয়ারের শুরুর দিকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ ‘আবার অরণ্যে’ ছবিতে। শেখার সেই শুরু। তাঁর কথা বলা থেকে বাংলা ভাষায় দখল ছিল মুগ্ধ করার মতো। প্রতিক্রিয়া অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের।
যদি সৌমিত্র চট্টোপাধ্যায় না থাকতেন, যদি তাঁর সঙ্গে আলাপ না হত, তাহলে পেশাদার অভিনেতা হওয়াই হত হত না। বলছেন অভিনেতা কৌশিক সেন।
শেষ কয়েক বছর সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখেছেন বন্ধুর মতো কাছ থেকে। একসঙ্গে অভিনয় করেছেন পর্দায়, মঞ্চে। তিনি শিখিয়েছেন, শরীরের মধ্যে আয়ত্ব করে কীভাবে প্রকাশ করতে হয় সংলাপকে। জানালেন অভিনেতা দেবশঙ্কর হালদার।
‘কাচ কাটা হীরে’ ছবিতে একসঙ্গে পথ চলা শুরু। একে অপরকে ভাল করে চেনা। তারপর শুধুই সুখস্মৃতির ভিড়। স্মৃতির ঝুলি হাতড়ালেন অভিনেত্রী লিলি চক্রবর্তী।
আমার খাতায় একটা কবিতা লিখে দিয়েছিলেন। তা এখনও যত্নে রাখা আছে। বললেন, অভিনেতা দীপঙ্কর দে।
উনি একজন কিংবদন্তি। কিংবদন্তির সঙ্গে কাজ করতে কে না চায়। ‘ঘরে বাইরে’-র ‘সন্দীপ’-এর স্মৃতি হাতড়ালেন ‘বিমলা’ স্বাতীলেখা সেনগুপ্ত।
মানুষ হিসেবে কেমন দেখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে? স্মৃতিচারণে ধৃতিমান চট্টোপাধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -