আনলক টু-তে কীসে ছাড়? তালাবন্ধ কী কী?
দেশজুড়ে রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে।
রাজ্য প্রশাসন চাইলে কনটেনমেন্ট জোনের বাইরে বাফার জোনও চিহ্নিত করতে পারে।
কনটেনমেন্ট জোনে গতিবিধির ওপর কড়া নজর রাখবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে আলোচনার মাধ্যমে কনটেনমেন্ট জোন চিহ্নিত করবে জেলা প্রশাসন।
কনটেনমেন্ট জোনে জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হবে।
আন্তঃরাজ্য বিমান পরিষেবা এখনকার মতোই চলবে। তবে বিশেষ ক্ষেত্র ছাড়া আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধই থাকছে। কনটেনমেন্ট জোনে ৩১ জুলাই পর্যন্তই লকডাউন জারি থাকবে।
মেট্রোরেল, সিনেমা হল, জিম, স্যুইমিং পুল আপাতত বন্ধই থাকবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে, আনলক-টু’তে শপিং মল, ধর্মীয় স্থান, রেস্তোরাঁ খোলা থাকবে।
এজন্য কর্মিবর্গমন্ত্রকের তরফে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করা হবে।
কেন্দ্র এবং রাজ্যের প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে ১৫ জুলাই থেকে কাজ শুরু হবে।
অনলাইনে পড়াশোনা এবং দূরশিক্ষা অবশ্য আগের মতোই চলবে।
সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, আনলক টু-তে ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে স্কুল-কলেজ।
আনলক ওয়ানের পর এবার আনলক টু।
১ জুলাই থেকে দেশজুড়ে শুরু হচ্ছে আনলকের পরবর্তী পর্যায়।