ছবি: 'কোনও মা-ই খারাপ নয়, আমি শুধু সেরা হতে চেয়েছি', দিল বেচারা মুক্তির দিন আবেগপ্রবণ পোস্ট স্বস্তিকার
কিজির বাবার ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজামশেদপুর-প্যারিসে হয় শ্যুটিং। ম্যানির চরিত্রে রয়েছেন সুশান্ত। কিজির ভূমিকায় সঞ্জনা। আর তাঁর মায়ের ভূমিকায় স্বস্তিকা। স্বস্তিকা লেখেন, যখন এই চরিত্রের জন্য ছবি পাঠিয়েছিলেন, তখন তাঁর চুলও ছিল ছোট করে কাটা। তাও মুকেশ তাঁকেই পছন্দ করেন চরিত্রটির জন্য।
শ্যুটিং চলতে-চলতে কীভাবে যে কিজি ওরফে সঞ্জনা স্বস্তিকার মেয়ে হয়ে উঠেছেন, বুঝতেই পারেননি। এখন তিনি যেন কিজির আসল মা।
শ্যুটিং-এর ফাঁকে এভাবেই ফ্লোর মাতিয়ে রাখতেন সুশান্ত।
এই ছবিটি শেয়ার করে স্বস্তিকা লেখেন, মায়েরা সব সময় সন্তানকে রক্ষা করেন। সে রোদ থেকেই হোক বা মন ভাঙা থেকে।
ডিজনি+হটস্টারে মুক্তি পাবে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’। এটি পরিচালক মুকেশ ছাবরার প্রথম ছবি।
২০১৮-র ৯ জুলাই ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ অবলম্বনে তৈরি ‘দিল বেচারা’-র শ্যুটিং শুরু করেন সুশান্ত সিং রাজপুত
আজ সন্ধ্যে সাড়ে সাতটায় ডিজনি+হটস্টারে মুক্তি পাবে ‘দিল বেচারা’।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -