Ghee Side Effect: প্রতিদিন পাতে ঘি, স্বাদ বাড়াতে বিপদ বাড়ছে না তো!
Ghee: পছন্দের হলেও প্রতিদিন খাওয়া যাবে না ঘি। হতে পারে বড় বিপদ।
ফাইল ছবি
1/9
পছন্দের মিষ্টি হোক, বা দৈনন্দিন জীবনের খাবার, অনেকেই রোজ ঘি খেতে পছন্দ করেন। সাধারণ ঘি-তে শরীরের জন্য প্রয়োজনীয় বলেই মনে করা হয়। কিন্তু আদৌ প্রতিদিন ঘি খাওয়া কি উচিত?
2/9
ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্বাস্থ্যকর ফ্যাটের উৎস ঘিপরিমিত মাত্রায় গ্রহণ করলে শরীরে নির্দিষ্ট ভিটামিন এবং খনিজ শোষণে সাহায্য করতে পারে।
3/9
খাঁটি ঘি খেলে স্থূলতা কমতে পারে, হৃদযন্ত্রের স্বাস্থ্য ঠিক থাকে, ত্বকের গুণমান উন্নত করতে এবং হজমের স্বাস্থ্য বাড়াতে সাহায্য করতে পারে। তবে অতিরিক্ত খেলে রয়েছে বিপদ। কী হতে পারে?
4/9
অত্যধিক স্যাচুরেটেড ফ্যাট আপনার কার্ডিওভাসকুলার রোগ এবং এমনকি স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। তাই দিনে ২ চামচের বেশি ঘি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়।
5/9
বেশি পরিমাণে ঘি খেলে, রক্তে LDL (খারাপ কোলেস্টেরল) মাত্রা বাড়িয়ে দিতে পারে। এর ফলে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে।
6/9
অতিরিক্ত ঘি খাওয়া অস্বাস্থ্যকর। ওজন বৃদ্ধি হতে পারে। এতে ক্যালোরি এবং স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে এবং অত্যধিক খাওয়া স্থূলতার ঝুঁকি বাড়ে।
7/9
হজমের সমস্যা উন্নত করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে, আপনার খাদ্যতালিকায় ঘি যোগ করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু যাদের বদহজমের সমস্যা রয়েছে, তাঁদের ঘি না খাওয়াই ভাল।
8/9
লিভারের সমস্যায় ভুগছেন তাদের অতিরিক্ত পরিমাণে ঘি খাওয়া এড়িয়ে চলা উচিত কারণ এতে উচ্চ চর্বিযুক্ত উপাদান রয়েছে
9/9
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 18 Oct 2024 08:51 PM (IST)