Abhishek Banerjee : ‘কেন এখানে ইডি-সিবিআই তদন্ত হবে না?’ মেঘ-রাজ্যে দাঁড়িয়ে সরকারকে কড়া আক্রমণ অভিষেকের
মেঘালয়ের তুরায় কর্মিসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেঘালয়ার বিশেষ টুপি পরে ভাষণ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেঘালয়ের মাটিতে দাঁড়িয়ে অভিষেক দিলেন ঐক্যের বার্তা। ‘টিএমসি মানে বৈচিত্রের মধ্যে ঐক্য’ বললেন তিনি।
মেঘালয়ের সরকারের বিরুদ্ধে দিলেন কড়া বার্তা। বললেন, ‘মেঘালয়ে উন্নয়নে সম্পূর্ণ ব্যর্থ এখানকার সরকার’
দৃঢ় ভঙ্গিমায় অভিষেকের আক্রমণ ‘মেঘালয় সরকার দুর্নীতিগ্রস্ত, সাধারণ মানুষের টাকা লুঠ হয়েছে’
বাংলায় সাম্প্রতিক কালে তৎপর ইডি সিবিআই। একের পর এক শাসকদলের নেতা এজেন্সির নজরে। মেঘালয়ের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অভিষেক প্রশ্ন তুললেন, ‘কেন এখানে ইডি-সিবিআই তদন্ত হবে না?’
‘এটাই কি ডবল ইঞ্জিন সরকারের নীতি?’ আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মেঘালয়ে তৃণমূলের নতুন কার্যালয় উদ্বোধন করেন অভিষেক।
সাহস থাকলে বিতর্কে বসুন, মেঘালয় সরকারকে চ্যালেঞ্জ অভিষেকের। মেঘালয় বিধানসভায় প্রধান বিরোধী দল তৃণমূলই। এই আবহে মেঘালয়েও পায়ের তলার মাটি পোক্ত করছে তৃণমূল।
বৃহস্পতিবার গুয়াহাটি বিমানবন্দরে অভিষেককে স্বাগত জানান আসামের তৃণমূল কংগ্রেস সভাপতি।
বৃহস্পতিবার রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অভিষেক। ত্রিপুরার পুর নির্বাচনেও অংশ নিয়েছিল তৃণমূল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -