Abhishek Banerjee: 'ঘরের লক্ষ্মীকে রাখতে পারে না, আবার লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা ', বিস্ফোরক অভিষেক

Abhishek Attacks BJP: জাতীয় দলের তকমা গিয়েছে তৃণমূলের। ঠিক এমনই এক পরিস্থিতিতে বাঁকুড়ার ওন্দার সভায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে বেনজির আক্রমণ অভিষেকের, কী বললেন তিনি ?

'ঘরের লক্ষ্মীকে রাখতে পারে না, আবার লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা ', বিস্ফোরক অভিষেক

1/10
এদিন অভিষেক বলেন, 'আমাদের চোখে কারও দুর্নীতি ধরা পড়লে ঘাড়ধাক্কা দিয়ে দল থেকে বের করেছি। আর বিজেপি যাঁরা দুর্নীতি করে তাঁদের মাথায় করে রাখে।'
2/10
এরপরেই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে বেনজির আক্রমণ অভিষেকের। তিনি বলেন, 'যে ঘরের লক্ষ্মীকে রাখতে পারে না, সে আবার লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা করছেন।'
3/10
পাল্টা এদিন সৌমিত্র খাঁ বলেন, আমরা এরকম ঘরের লক্ষ্মী চাই না, যারা কয়লার টাকা খায়। এই ইস্যুতে তিনি এদিন রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নামও নেন। তোলেন কয়লাপচারকাণ্ডে টাকা অ্যাকাউন্টে ঢোকার ইস্যু।
4/10
অভিষেক বলেন, 'আপনারা ভেবেছিলেন ১০০ দিনের কাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে। কিন্তু সুভাষ সরকার, সৌমিত্র খাঁদের কোভিডের সময় পাশে পায়নি বাঁকুড়ার মানুষ'
5/10
মূলত, সৌমিত্র ও সুজাতা ইস্যুতে এর আগেও বহুবার জলঘোলা হয়েছে। ভোটের আগে প্রকাশ্য়ে এসেছিল সৌমিত্র-র বক্তব্যে আবেগঘন মুহূর্তও। তবে এদিন অভিষেকের মন্তব্যের পরেই তীব্র আক্রমণ করলেন তিনিও।
6/10
এদিন অভিষেক বলেন,'২০১৯ ও ২০২১-এ বিজেপিকে ভোট দিয়ে বাঁকুড়ার মানুষ পাপ করেছে। সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে।'
7/10
'যাঁরা আচ্ছে দিনের স্বপ্ন নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন, তাঁরা কি আচ্ছে দিন পেয়েছেন?' এদিন একুশের বিধানসভা নির্বাচনের আগে প্রচার সভায় অমিত শাহ-র কথা মনে করালেন তিনি।
8/10
জল প্রকল্পের ইস্যু এর আগেও উঠেছে বহুবার, এবার আরও একবার নিশানা করলেন অভিষেক। 
9/10
পাশাপাশি বামেদেরও এদিন তোপ দাগেন অভিষেক। বাম জমানার প্রসঙ্গ তুলে আক্রমণ করে বলেন, 'অনিল বসু, অমিয় পাত্র, সুশান্ত ঘোষদের নেতৃত্বে সিপিএম একসময় অত্যাচার করেছে'।
10/10
ওন্দার সভায় তিনি সাধারণ মানুষের উদ্দেশে বলেন'আপনারা শান্তি চেয়েছিলেন বলে, জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা হয়েছে'।
Sponsored Links by Taboola