Abhishek Banerjee : আগাগোড়া শুভেন্দুকে আক্রমণ, 'শিশির অধিকারীকে অসম্মান করিনি' কাঁথিতে বললেন অভিষেক

Abhishek Banerjee Attacks Suvendu Adhikari : ‘মমতা বন্দ্যোপাধ্যায় যাঁকে ভরসা করে জেলার দায়িত্ব দিয়েছিলেন, তিনি বিশ্বাসঘাতকতা করেছেন’ : অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee : আগাগোড়া শুভেন্দুকে আক্রমণ, 'শিশির অধিকারীকে অসম্মান করিনি' কাঁথিতে বললেন অভিষেক

1/10
‘মমতা বন্দ্যোপাধ্যায় যাঁকে ভরসা করে জেলার দায়িত্ব দিয়েছিলেন, তিনি বিশ্বাসঘাতকতা করেছেন’ কাঁথিতে ঝাঁঝালো আক্রমণ দিয়ে বক্তব্য শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
2/10
‘কিন্তু দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছেন’ মানুষকে ধন্যবাদ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
3/10
আজ রাজ্য রাজনীতির মেগা ডুয়েল। সম্মুখ সমরে অভিষেক-শুভেন্দু । শুভেন্দুর গড় কাঁথিতে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
4/10
‘পূর্ব মেদিনীপুরের এই বিশ্বাসঘাতককে বাংলার মানুষ ৫০০ বছর মনে রাখবে’ শুভেন্দু গড়ে দাঁড়িয়েই ঝাঁঝালো আক্রমণ অভিষেকের।
5/10
‘কথায় কথায় বলেন, তাঁর পরিবার ব্রিটিশদের তাড়িয়েছে। আর তিনি অমিত শাহর পায়ে হাত দিয়ে প্রণাম করেন’ নাম না কে শুরু থেকেই অভিষেকের নিশানা ছিলেন শুভেন্দু।
6/10
‘যারা ব্রিটিশদের দালালি করেছিল, তাদের পায়ে হাত দিয়ে প্রমাণ করছেন’ এক যোগে বিজেপি ও শুভেন্দুকে আক্রমণ করলেন তিনি।
7/10
‘এই মাঠে কেন সভা, তা নিয়েও হাইকোর্টে মামলা’ বলেন তিনি।
8/10
' আমি শিশির অধিকারীকে কোনওদিন অসম্মান করিনি' সেই কাঁথিতে দাঁড়িয়েই বললেন তিনি। যেখানে তিনি বিধানসভা ভোটের আগে দাঁড়িয়ে 'বাপকে গিয়ে বল' হুঙ্কার দিয়েছিলেন।
9/10
আজ কাঁথিতে যাওয়ার সময় সাধারণ মানুষের সঙ্গে সংযোগ করেন অভিষেক। সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন।
10/10
কাঁথির ভাষণে অভিষেক বলেন, ‘ডিসেম্বরে মেদিনীপুরের প্রতি এলাকায় বিশ্বাসঘাতকমুক্ত করতে সভা হবে’
Sponsored Links by Taboola