Abhishek Banerjee : আগাগোড়া শুভেন্দুকে আক্রমণ, 'শিশির অধিকারীকে অসম্মান করিনি' কাঁথিতে বললেন অভিষেক
‘মমতা বন্দ্যোপাধ্যায় যাঁকে ভরসা করে জেলার দায়িত্ব দিয়েছিলেন, তিনি বিশ্বাসঘাতকতা করেছেন’ কাঁথিতে ঝাঁঝালো আক্রমণ দিয়ে বক্তব্য শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘কিন্তু দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছেন’ মানুষকে ধন্যবাদ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ রাজ্য রাজনীতির মেগা ডুয়েল। সম্মুখ সমরে অভিষেক-শুভেন্দু । শুভেন্দুর গড় কাঁথিতে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
‘পূর্ব মেদিনীপুরের এই বিশ্বাসঘাতককে বাংলার মানুষ ৫০০ বছর মনে রাখবে’ শুভেন্দু গড়ে দাঁড়িয়েই ঝাঁঝালো আক্রমণ অভিষেকের।
‘কথায় কথায় বলেন, তাঁর পরিবার ব্রিটিশদের তাড়িয়েছে। আর তিনি অমিত শাহর পায়ে হাত দিয়ে প্রণাম করেন’ নাম না কে শুরু থেকেই অভিষেকের নিশানা ছিলেন শুভেন্দু।
‘যারা ব্রিটিশদের দালালি করেছিল, তাদের পায়ে হাত দিয়ে প্রমাণ করছেন’ এক যোগে বিজেপি ও শুভেন্দুকে আক্রমণ করলেন তিনি।
‘এই মাঠে কেন সভা, তা নিয়েও হাইকোর্টে মামলা’ বলেন তিনি।
' আমি শিশির অধিকারীকে কোনওদিন অসম্মান করিনি' সেই কাঁথিতে দাঁড়িয়েই বললেন তিনি। যেখানে তিনি বিধানসভা ভোটের আগে দাঁড়িয়ে 'বাপকে গিয়ে বল' হুঙ্কার দিয়েছিলেন।
আজ কাঁথিতে যাওয়ার সময় সাধারণ মানুষের সঙ্গে সংযোগ করেন অভিষেক। সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন।
কাঁথির ভাষণে অভিষেক বলেন, ‘ডিসেম্বরে মেদিনীপুরের প্রতি এলাকায় বিশ্বাসঘাতকমুক্ত করতে সভা হবে’
- - - - - - - - - Advertisement - - - - - - - - -