Abhishek Banerjee : 'মানুষের ক্ষোভ আমাদের কাছে আর্শীর্বাদ' দিদির দূতদের ক্ষোভের মুখে পড়া নিয়ে অভিষেকের যুক্তি

পঞ্চায়েত ভোটের মুখে জনসংযোগ বাড়াতে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে, এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছেন দিদির দূত-রা। যেখানেই যাচ্ছেন, কার্যত সেখানেই পড়ছেন ক্ষোভের মুখে।

Abhishek Banerjee : 'মানুষের ক্ষোভ আমাদের কাছে আর্শীর্বাদ' দিদির দূতদের ক্ষোভের মুখে পড়া নিয়ে অভিষেকের যুক্তি

1/10
পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর্যলোচনা বৈঠক। তার আগে বিভিন্ন বিষয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
2/10
গ্রামে গ্রামে দিদির দূতদের ক্ষোভের মুখে পড়া নিয়ে অভিষেক বললেন, মানুষ যাদের কাছ থেকে কাজের আশা করে, তাদের কাছেই ক্ষোভ জানাবে।
3/10
TMC র সর্বভারতীয় সাধারণ সম্পাদক বললেন, ''এই যে তৃণমূলের লোকেরা যাচ্ছে, সংবাদমাধ্যম বলছে ক্ষোভ উগরে দিচ্ছে, নিশ্চয়ই দিচ্ছে। যাদের থেকে আশা করে তাদের কাছেই তো ক্ষোভ দেখাবে। বিজেপির লোকেদের কি পায়?''
4/10
পঞ্চায়েত ভোটের মুখে জনসংযোগ বাড়াতে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে, এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছেন দিদির দূত-রা। নেতা থেকে মন্ত্রী-সাংসদ...সকলেই। আর যেখানেই যাচ্ছেন, কার্যত সেখানেই পড়ছেন ক্ষোভের মুখে।
5/10
মানুষের এই ক্ষোভ ঘিরে অন্য় কৌশল নিল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, 'এই এই সমস্যা আছে, সেগুলি জানাবে না, নিশ্চয়ই জানাবে। মানুষ তৃণমূলকে বিশ্বাস করে, তাই জানিয়েছে'
6/10
তিনি আরও বলেন, ' মানুষের ক্ষোভ আমাদের কাছে আর্শীর্বাদ, ভালবাসা। দিদির দূতদের বলব, এতটুকু বিচলিত হবেন না। । আমরা মানুষের জন্য কাজ করে যাব। এটা কোনও ক্ষোভ নয়।'
7/10
উল্টে বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ' আমরা ২১-এ জিতেছি, ২২-এ আবার তাদের সামনে গিয়ে দাঁড়িয়েছি। আমরা ভোটপাখি নই। ওদের ২০ জন সাংসদ কাউকে দেখতে পাবেন না। একজন সাংসদ দিল্লিতে ফুর্তি করে বেরান, তাকে ক্ষোভের কথা জানাবে কী করে?'
8/10
'কেন মানুষের কাছে যাব না? তাদের ভোটে জিতেছি। মানুষের জন্য প্রতিপদে কাজ করতে বধ্যপরিকর।'
9/10
'আমরা দিল্লির বাবুদের কাছে মাথা নিচু করব না, বাংলার মানুষের কাছে করব। তাই তৃণমূলের কাছে মানুষ ক্ষোভ জানাচ্ছে।'
10/10
পঞ্চায়েত ভোটে ভোটবাক্সে কোন দলের প্রতি ক্ষোভ-আর কার প্রতি প্রতি ভালবাসা, ভোটাররা উগড়ে দেবে, সেটাই আসল প্রশ্ন।
Sponsored Links by Taboola