Exit Poll 2024
(Source: Poll of Polls)
Abhishek Banerjee : 'মানুষের ক্ষোভ আমাদের কাছে আর্শীর্বাদ' দিদির দূতদের ক্ষোভের মুখে পড়া নিয়ে অভিষেকের যুক্তি
পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর্যলোচনা বৈঠক। তার আগে বিভিন্ন বিষয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগ্রামে গ্রামে দিদির দূতদের ক্ষোভের মুখে পড়া নিয়ে অভিষেক বললেন, মানুষ যাদের কাছ থেকে কাজের আশা করে, তাদের কাছেই ক্ষোভ জানাবে।
TMC র সর্বভারতীয় সাধারণ সম্পাদক বললেন, ''এই যে তৃণমূলের লোকেরা যাচ্ছে, সংবাদমাধ্যম বলছে ক্ষোভ উগরে দিচ্ছে, নিশ্চয়ই দিচ্ছে। যাদের থেকে আশা করে তাদের কাছেই তো ক্ষোভ দেখাবে। বিজেপির লোকেদের কি পায়?''
পঞ্চায়েত ভোটের মুখে জনসংযোগ বাড়াতে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে, এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছেন দিদির দূত-রা। নেতা থেকে মন্ত্রী-সাংসদ...সকলেই। আর যেখানেই যাচ্ছেন, কার্যত সেখানেই পড়ছেন ক্ষোভের মুখে।
মানুষের এই ক্ষোভ ঘিরে অন্য় কৌশল নিল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, 'এই এই সমস্যা আছে, সেগুলি জানাবে না, নিশ্চয়ই জানাবে। মানুষ তৃণমূলকে বিশ্বাস করে, তাই জানিয়েছে'
তিনি আরও বলেন, ' মানুষের ক্ষোভ আমাদের কাছে আর্শীর্বাদ, ভালবাসা। দিদির দূতদের বলব, এতটুকু বিচলিত হবেন না। । আমরা মানুষের জন্য কাজ করে যাব। এটা কোনও ক্ষোভ নয়।'
উল্টে বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ' আমরা ২১-এ জিতেছি, ২২-এ আবার তাদের সামনে গিয়ে দাঁড়িয়েছি। আমরা ভোটপাখি নই। ওদের ২০ জন সাংসদ কাউকে দেখতে পাবেন না। একজন সাংসদ দিল্লিতে ফুর্তি করে বেরান, তাকে ক্ষোভের কথা জানাবে কী করে?'
'কেন মানুষের কাছে যাব না? তাদের ভোটে জিতেছি। মানুষের জন্য প্রতিপদে কাজ করতে বধ্যপরিকর।'
'আমরা দিল্লির বাবুদের কাছে মাথা নিচু করব না, বাংলার মানুষের কাছে করব। তাই তৃণমূলের কাছে মানুষ ক্ষোভ জানাচ্ছে।'
পঞ্চায়েত ভোটে ভোটবাক্সে কোন দলের প্রতি ক্ষোভ-আর কার প্রতি প্রতি ভালবাসা, ভোটাররা উগড়ে দেবে, সেটাই আসল প্রশ্ন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -