Abhishek Banerjee: কোচবিহারে অভিষেক, তৃণমূলে নবজোয়ার কর্মসূচির আগেই মিলল সুপ্রিম 'স্বস্তি
কোচবিহার থেকে কাকদ্বীপ, কাল থেকে শুরু তৃণমূলে নবজোয়ার কর্মসূচি। কোচবিহার পৌঁছে মদনমোহন মন্দিরে পুজো দিতে গেলেন অভিষেক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাল কোচবিহার থেকে তৃণমূলে নবজোয়ার যাত্রার সূচনা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর দিনহাটাতেই রাত্রিবাস করবেন অভিষেক।
কাল থেকে দিদির দূত লেখা হুডখোলা বাসে চড়ে শুরু হবে অভিষেকের জনসংযোগ যাত্রা। দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙা, তুফানগঞ্জ ঘুরে আলিপুরদুয়ার রওনা দেবেন অভিষেক।
অপরদিকে, পঞ্চায়েত ভোটের আগে টানা ২ মাস রাস্তায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে তাঁর জনসংযোগ অভিযান।
কাল থেকে 'দিদির দূত' লেখা হুডখোলা বাসে চড়ে শুরু হবে অভিষেকের জনসংযোগ যাত্রা। দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙা, তুফানগঞ্জ ঘুরে আলিপুরদুয়ার রওনা দেবেন অভিষেক।
এদিকে আজই সুপ্রিম স্বস্তি মিলেছে অভিষেকের। শুক্রবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করেছে সুপ্রিম কোর্ট। মূলত, নিয়োগ দুর্নীতি মামলা প্রথমবার কলকাতা হাইকোর্টে উঠেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম।
এদিকে, জনসংযোগ যাত্রার আগেই সুপ্রিম কোর্টে মিলেছে স্বস্তি অভিষেকের। মূলত'অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত সিবিআইয়ের', ১৩ এপ্রিল এই মন্তব্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
অভিষেকের গত ২৯ মার্চের সভায় রাখা বক্তব্যের সঙ্গে কুন্তল ঘোষের বয়ানের সাযুজ্য আছে বলেও জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের নিম্ন আদালতে ও হেস্টিংস থানায় চিঠি দিয়েছিলেন। অভিষেকের নাম নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তাতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -