ABP Ananda Khaibar Pass 2022: মিষ্টিমুখের রকমারি ঠিকানা, 'খাইবার পাস' -এ হাজির হিন্দুস্তান সুইটস, ঘোষ অ্যান্ড কোং, নলিন চন্দ্র দাস
মালাই রোল থেকে শুরু করে নলেন গুড়ের জলভার, আয়োজনে কী নেই! 'এবিপি আনন্দ খাইবার পাস'-এ রকমারি মিষ্টির সম্ভার নিয়ে হাজির নলীন চন্দ্র দাস অ্যান্ড সনস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাঙালি থেকে ফিউশন, সবরকম মিষ্টিই রয়েছে সম্ভারে। একদিকে যেমন রয়েছে গুড়ের স্বাদে মাখা গুড় ডিলাইট, তেমনই চকোলেট প্রেমীদের জন্য থাকছে চকোলেট সাম্বা ও চকোলেট ডিলাইট।
এছাড়াও আয়োজনে থাকছে স্প্যানিশ তিকি তাকা, গুড়ের মৌসুমী সন্দেশ, গুড়ের ছানার পায়েস, ম্যাঙ্গো সুফলে ও অন্যান্য ফিউশান মিষ্টির সম্ভার।
'এবিপি আনন্দ খাইবার পাস'-এ রকমারি মিষ্টির সম্ভার নিয়ে হাজির হিন্দুস্থান সুইটস। আয়োজন দেখে জিভে জল আসতে বাধ্য মিষ্টিপ্রেমীদের।
হিন্দুস্তান সুইটসের আয়োজনে থাকছে লোভনীয় বেকড রসগোল্লা। এছাড়াও থাকছে বিভিন্ন ফ্লেভারের দই ও ফিউশন মিষ্টি।
পাশাপাশি হিন্দুস্তান সুইটসের আয়োজনে থাকছে পাটিসাপটা, জলভরা সন্দেশ ও পুরনো দিনের মিষ্টির আস্বাদ। দাম শুরু ৩০ টাকা থেকে।
'এবিপি আনন্দ খাইবার পাস'-এর দোকানে ভিড় জমিয়েছেন মিষ্টিপ্রেমীরা। সুযোগ কেবলমাত্র আজই। মিষ্টিবিলাসী হলে ঠিকানা হোক এবিপি আনন্দ খাইবার পাস।
এবিপি আনন্দ খাইবার পাসে একে অপরকে টক্কর দিতে হাজির কলকাতার বিভিন্ন সেরা দোকানগুলি। বিভিন্ন মিষ্টির সম্ভার নিয়ে হাজির ঘোষ অ্যান্ড কোং।
সম্ভারে রয়েছে চকোলেট সন্দেশ, ম্যাঙ্গো সন্দেশ, বিভিন্ন ফ্রেভারের কালাকাঁদ ও আম দই।
মাত্র ৩০ টাকা থেকে শুরু হচ্ছে মিষ্টির দাম। তবে কিছু সন্দেশ মিলবে ২০ টাকাতেও। পকেট আর মন দুইই খুশি করতে চাইলে ঠিকানা হোক ঘোষ অ্যান্ড কোং।
তবে 'এবিপি আনন্দ খাইবার পাস'-এ মিষ্টিমুখ করার সুযোগ মাত্র আজকের দিনটাই। দেরি না করে আসতেই হবে তালতলা মাঠে। এবিপি আনন্দ খাইবার পাস-এ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -