ABP Centenary: বাংলা ও বাঙালির রোজনামচায়, শতবর্ষে আনন্দবাজার, দেখুন উদযাপনের টুকরো মুহূর্ত
পায়ে পায়ে একশো। ২০২২ সালে একশো বছর পূর্ণ করল ভারতের প্রথম সারির দৈনিক বাংলা সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা। ১৯২২ সালে যাত্রা শুরু হয়েছিল এই পত্রিকার। তারপর থেকে বিভিন্ন ঘাত-প্রতিঘাত পেরিয়ে শতবর্ষ পূর্তি। শনিবার আনন্দবাজার পত্রিকার শতবর্ষ পূর্তি উদযাপন হয়ে নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। মঞ্চসজ্জা ও মঞ্চ অলঙ্করণ ছিল অসামান্য। নিজস্ব চিত্র/ পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান ঘিরে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে উপস্থিত ছিলেন এবিপি প্রাইভেট লিমিটেডের চিফ এডিটর অ্যান্ড পাবলিশার অতিদেব সরকার। উপস্থিত ছিলেন আনন্দবাজার পত্রিকার সম্পাদক ঈশানী দত্ত রায়। উপস্থিত ছিলেন পত্রিকার সঙ্গে যুক্ত কর্মী থেকে শুরু করে বহু বরিষ্ঠ সাংবাদিক। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সমাজের বিভিন্ন স্তরের একাধিক গণমান্য ব্যক্তিত্ব। নিজস্ব চিত্র/ পিটিআই
বক্তব্য-আলোচনা, সংবর্ধনা অনুষ্ঠান থেকে মনমুগ্ধকর সঙ্গীত অনুষ্ঠান। সব মিলিয়ে প্রবল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে আনন্দবাজার পত্রিকার শতবর্ষ পূর্তি উদযাপনের অনুষ্ঠান। ১৯২২ সালের প্রথম প্রকাশিত পত্রিকা থেকে শুরু করে একশো বছরের বাছাই করা উল্লেখযোগ্য ঘটনার সময় কেমন ছিল আনন্দবাজার পত্রিকার প্রথম পাতার ছবি? তা নিয়ে একটি প্রদর্শনীও দেখানো হয়। নিজস্ব চিত্র/ পিটিআই
আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত রয়েছেন বা ছিলেন এমন বেশ কয়েকজন কৃতী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয় আনন্দবাজার পত্রিকার শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানের মঞ্চে। এদিন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন এবিপি প্রাইভেট লিমিটেডের চিফ এডিটর অ্যান্ড পাবলিশার অতিদেব সরকার। নিজস্ব চিত্র/ পিটিআই
আনন্দবাজার পত্রিকার প্রাক্তন সম্পাদক অনির্বাণ চট্টোপাধ্যায়কে এদিন সংবর্ধনা জানানো হয়। তাঁর হাতে স্মারক তুলে দেন এবিপি প্রাইভেট লিমিটেডের চিফ এডিটর অ্যান্ড পাবলিশার অতিদেব সরকার। নিজস্ব চিত্র/ পিটিআই
আনন্দবাজারের আর্কাইভ ঈর্ষনীয়। সেটি তৈরির সঙ্গে নাম জড়িয়ে রয়েছে আনন্দবাজারের প্রাক্তন চিফ লাইব্রেরিয়ান শক্তিদাস রায়ের। এদিন তাঁর হাতে স্মারক তুলে দেন এবিপি প্রাইভেট লিমিটেডের চিফ এডিটর অ্যান্ড পাবলিশার অতিদেব সরকার। নিজস্ব চিত্র/ পিটিআই
শতবর্ষ পূর্তি উদযাপনের অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। এদিন অনুষ্ঠানে গান গাইলেন সঙ্গীতশিল্পী সমদীপ্তা মুখোপাধ্যায়। মোৎজার্টের ৪০ নম্বর সিম্ফনি ভারতীয় নোটেশনে গেয়ে দর্শকদের বাহবা কুড়িয়ে নিলেন তিনি। নিজস্ব চিত্র/ পিটিআই
শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী মোহন সিং খাঙ্গুরার সঙ্গীত অনুষ্ঠানও ছিল। দেবেন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি গান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান গেয়েছেন তিনি। নিজস্ব চিত্র/ পিটিআই
আনন্দবাজার পত্রিকার শতবর্ষ পূর্তি উদযাপনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ- অমর্ত্য সেন। একটি ভিডিও বার্তায় তিনি বক্তব্য রাখেন। তিনি বলেন, 'আনন্দবাজার চিরকালই সাহসী ও ইতিবাচক ভূমিকা পালন করেছে।' আজ যখন সুচিন্তিত সমাজের বিশেষ প্রয়োজন, সেই সময় আনন্দবাজার পত্রিকার ভূমিকা মনে আশা জাগায় বলেও মন্তব্য করেন তিনি। নিজস্ব চিত্র/ পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -