Amarnath cloudburst: অমরনাথে হাহাকার পর্যটকদের, বাংলার তরুণীর মৃত্যু, আটকে বহু
অমরনাথে প্রাকৃতিক বিপর্যয়ে এখনও নিখোঁজ বহু পুণ্যার্থী। রাতভর চলেছে উদ্ধারকাজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅমরনাথে নিখোঁজ পুণ্যার্থীদের খোঁজে রাতভর চলেছে । উদ্ধারকাজ ব্যবহার করা হচ্ছে পোর্টেবল ওয়াল রাডার প্রযুক্তি। আর্থ মুভিং যন্ত্রের সাহায্যেও চলছে তল্লাশি।
পহেলগাম অথবা বালতালের দিকে কোনও পুণ্যার্থীকেই যেতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র জম্মুর দিকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
অমরনাথ-বিপর্যয়ের বলি হয়েছেন বাংলার তরুণী । অমরনাথে বারুইপুরের নিখোঁজ ছাত্রীর মৃত্যু হয়েছে, জানালেন জেলাশাসক।
১ জুলাই বারুইপুর থেকে ৭ জনের দলে অমরনাথে যাত্রা করেন বর্ষা। শুক্রবারের মেঘভাঙা বৃষ্টির সময় মাকে বাঁচাতে গিয়ে ভেসে যান বর্ষা।
শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন বারুইপুর থেকে যাওয়া এক কলেজ ছাত্রী। পরিবারের লোকেরা জানান, গত পয়লা জুলাই বারুইপুর থেকে ৭ জনের একটি দল অমরনাথ যায়। সেই দলেই ছিলেন বর্ষা মুহুরি, তাঁর মা ও মামা।
চারিদিকে শুধুই আতঙ্কের ছবি। বিপর্যস্ত উপত্যকায় আটকে ত্রস্ত বাংলার পুণ্যার্থীরাও। বাড়ি ফেরার জন্য ছটফট করছেন তাঁরা।
অন্যদিকে, অমরনাথে গিয়ে আটকে পড়েছেন পুলিশ কর্মী প্রবীর কর্মকার। ১ জুলাই পরিবার-সহ ৮০ জনের দলের সঙ্গে রওনা দেন কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার তারদহের বাসিন্দা ওই পুলিশ কর্মী।
ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, অমরনাথ দর্শনে যাওয়ার পথে আটকে পড়েছেন। ভয়াবহ অবস্থা। কপ্টারে উদ্ধারকাজ শুরু হয়েছে। বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছে পুলিশ কর্মী-সহ গোটা দল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -