AC Local Train: স্বাধীনতা দিবসের আগেই যাত্রা শুরু, কী কী সুবিধা মিলবে এসি লোকাল ট্রেনে?

Kolkata News: স্বাধীনতা দিবসের আগেই এসি লোকাল ট্রেনের পরিষেবা পেতে চলেছে রাজ্য়বাসী।

ফাইল ছবি

1/10
অবশেষে অপেক্ষার অবসান। এবার এসি লোকাল ট্রেনের পরিষেবা পেতে চলেছে রাজ্য়বাসী। 
2/10
শিয়ালদা থেকে রানাঘাটের মধ্য়ে পাওয়া যাবে এই পরিষেবা। পূর্ব রেল জানিয়েছে স্বাধীনতা দিবসের আগেই যা যাত্রা শুরু করবে।
3/10
লোকাল ট্রেনের কষ্টের যাত্রা হতে চলেছে আরামদায়ক। শিয়ালদা থেকে রানাঘাট-এসি লোকাল ট্রেনের রবিবার উদ্বোধন।
4/10
এসি লোকাল ট্রেনে রয়েছে ১২টি কামরা। যাতে রয়েছে বেশি কিছু সুবিধাও, যা সচরাচর লোকাল ট্রেনে থাকে না। 
5/10
অন্যান্য লোকাল ট্রেনের তুলনায় বড় দরজা রয়েছে, এক কামরা থেকে আরেক কামরায় যাওয়ার সুবিধা অর্থাৎ ভ্যাস্টিবিউল কোচ রয়েছে।
6/10
নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় সিসিটিভি রয়েছে, আপৎকালীন পরিস্থিতিতে সরাসরি চালক বা গার্ডের সঙ্গে কথা বলার জন্য রয়েছে এমর্জেন্সি টক ব্যাক ইউনিট। 
7/10
কামরায় থাকছে ইলেক্ট্রনিক বোর্ড, যেখানে পরবর্তী স্টেশন সংক্রান্ত সবরকম তথ্য দেওয়া থাকবে। 
8/10
মেট্রোর মতোই চলার সময় বন্ধ থাকবে দরজা। স্টেশন পৌঁছলে একমাত্র ট্রেনের দরজা খুলবে আবার প্ল্যাটফর্ম ছাড়লে দরজা বন্ধ হবে।
9/10
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে সকালে রানাঘাট থেকে ডাউন এসি লোকাল ট্রেন ছাড়বে ৮টা ২৯ মিনিটে। এই ট্রেন শিয়ালদা পৌঁছবে ১০টা ১০ মিনিটে।
10/10
আপ এসি লোকাল ট্রেন শিয়ালদা থেকে ছাড়বে সন্ধেবেলা ৬টা ৫০ মিনিটে। আর রানাঘাট পৌঁছবে রাত ৮টা ৩২ মিনিটে।
Sponsored Links by Taboola