Adeno Virus: শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ছে শিশুদের! কী করবেন, কী করবেন না, অ্যাডভাইসরি প্রকাশ স্বাস্থ্য দফতরের
অসুস্থতার কারণে রাজ্যে ১৫ মার্চ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১৩০০০-এর বেশি শিশু। সেই প্রেক্ষাপটেই স্বাস্থ্য দফতরের বুলেটিন প্রকাশ করা হল। শিশুদের শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে অ্যাডভাইসরি প্রকাশ করল স্বাথ্য দফতর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকীভাবে বুঝবেন ভাইরাসে আক্রান্ত? পাঁচদিনের বেশি জ্বর, স্বাভাবিকের থেকে দ্রুত শ্বাস, শিশুদের খাবার খেতে অনীহা, প্রস্রাব কম হওয়া, সারাক্ষণ ঝিমুনি ভাব, অজ্ঞান হয়ে যাওয়া। আর কোনও শিশু যদি ছোট থেকেই গুরুতর অসুস্থ থাকে বা অন্য রোগ থাকে তাহলে সেক্ষেত্রে অবিলম্বে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে/ হাসপাতালে নিয়ে যান।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর থেকে প্রকাশিত অ্যাডভাইসরিতে বলা হয়েছে, শীত চলে গিয়ে যেহেতু গরম আসছে তাই বিভিন্ন ভাইরাস থেকে শিশুদের গলায় এবং বুকে সংক্রমণ হচ্ছে। তিন বা তার বেশিদিন জ্বর থাকলে, শরীরে ব্যথা থাকলে বুঝতে হবে ভাইরাস আক্রান্ত হয়েছে।
তবে শুধু শিশুদের নয়, পরিবারের অন্য কোনও সদস্যদেরও এরকম উপসর্গ থাকতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ নিন। বেশি করে জল এবং তরল খাওয়ার কথা বলা হয়েছে।
ভাইরাস থেকে দূরে থাকতে বারবার সাবান দিয়ে হাত ধুয়ে নিন। শিশুদেরও তা অভ্যাস করান। বাইরে থেকে এলে জামাকাপড় বদলে নিন। ভিড় থেকে দূরে রাখুন শিশুদের।
ইতিমধ্যেই অ্যাডিনো পরিস্থিতি নিয়ে কেন্দ্র চিঠি দিয়েছে রাজ্যগুলিকে। যেখানে, বলা হয়েছে কয়েকটি রাজ্যে ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতা, শ্বাসকষ্ট এবং অ্যাডিনো ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। কো-মর্বিডিটি থাকা অল্পবয়সী বা বয়স্কদের ক্ষেত্রে সংক্রমণ বিপজ্জনক হয়ে উঠছে। ১ জানুয়ারী থেকে বিভিন্ন ICMR ল্যাবে যে সব নমুনা পরীক্ষা করা হয়েছে, তার ২৫%-এর বেশি নমুনায় অ্যাডিনো ভাইরাস পাওয়া গেছে।
নির্দেশিকায় বলা হয়েছে, সংক্রমণ ঠেকাতে হাঁচি-কাশির সময় নাক-মুখ ঢেকে রাখতে হবে। যেখানে সেখানে থুতু ফেলা চলবে না। জনবহুল জায়গায় ব্যবহার করতে হবে মাস্ক, বার বার হাত ধুতে হবে। সংক্রমিতদের থেকে দূরে থাকতে হবে। স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্তি রোগীদের সংক্রমণ নির্ণয় করতে বিভিন্ন পরীক্ষা করতে হবে। স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে যেন ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে মজুত থাকে তা দেখতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -