Adenovirus: বাংলায় ক্রমশ বাড়ছে অ্যাডিনো দাপট, মারণ রোগ রুখতে নয়া নির্দেশিকা জারি
Adenovirus Spread: সময় যত এগোচ্ছে ভয়াবহ আকার নিচ্ছে ভাইরাসের সংক্রমণ। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা
'শিশু বিভাগ না থাকলে তৈরি করতে হবে', নির্দেশ স্বাস্থ্য দফতরের
1/8
আতঙ্ক ছড়াচ্ছে অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ। বিভিন্ন শিশু হাসপাতালের আইসিইউ-তে আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে। ভাইরাসে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুদের ফুসফুস, এমনকী ফেটে যাচ্ছে ফুসফুসের দেওয়াল। যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা।
2/8
সময় যত এগোচ্ছে ভয়াবহ আকার নিচ্ছে ভাইরাসের সংক্রমণ। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিভিন্ন শিশু হাসপাতালের আইসিইউ-তে অ্যাডিনো ভাইরাস সংক্রমণে আক্রান্ত শিশুদের ভিড়।
3/8
এই পরিস্থিতিতে অ্যাডিনো ভাইরাস ও শিশুদের শ্বাসকষ্টজনিত অসুখ মোকাবিলায় স্বাস্থ্য ভবনের নতুন নির্দেশিকা জারি করেছে। শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু ঠেকাতে একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার কথাই বলা হয়েছে।
4/8
যেমন- 'হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা রাখতে হবে। শিশুদের জন্য পর্যাপ্ত সংখ্যক ভেন্টিলেটর প্রস্তুত রাখতে হবে। শিশুবিভাগে পর্যাপ্ত বেড রাখতে হবে'।
5/8
'শিশু বিভাগ না থাকলে তৈরি করতে হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত থাকতে হবে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রোজ কত রোগী আসছেন, জানাতে হবে স্বাস্থ্য ভবনকে', রাজ্যের সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজে নির্দেশ পাঠাল স্বাস্থ্য ভবন।
6/8
চিকিৎসকরা বলছেন, এই ভাইরাসে মূলত আক্রান্ত হচ্ছে ১ থেকে ৪ বছর বয়সী শিশুরা। উপসর্গ মূলত ফ্লু-এর মতো- গলা ব্যথা, ফুসফুসে সংক্রমণ, চোখ লাল হয়ে যাওয়া, ডায়েরিয়া, বমি, পেট ব্যথা, মূল সমস্যা শ্বাসকষ্ট।
7/8
শুধু শিশুদেরই নয়, অ্যাডিনো ভাইরাসের আক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না প্রাপ্তবয়স্করাও।বয়স্কদের ক্ষেত্রে কোভিডের মতোই কোমর্বিডিটি থাকলে সমস্য়া আরও বাড়ছে।
8/8
চিকিৎসকরা বলছেন, এক্ষেত্রে মাথাচাড়া দিচ্ছে শুকনো কাশির সমস্যা। বিপদ এড়াতে কোভিডের মতোই এক্ষেত্রেও মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
Published at : 23 Feb 2023 06:18 PM (IST)