Santragachhi Bridge Reopen: অবশেষে ভোগান্তির অবসান, আজ থেকে খুলল সাঁতরাগাছি ব্রিজ
Howrah Bridge: শেষমেশ স্বাভাবিক হল পরিস্থিতি। এক মাস পর খুলে গেল সাঁতরাগাছি ব্রিজ।
খুলে গেল সাঁতরাগাছি ব্রিজ
1/9
বড়দিনের আগে সুখবর। এক মাসেরও বেশি সময় পর অবশেষে খুলল সাঁতরাগাছি ব্রিজ। আজ সকাল থেকেই শুরু হয়েছে স্বাভাবিক যান চলাচল।
2/9
হাওড়া থেকে কলকাতায় ঢোকার অন্যতম ভরসা সাঁতরাগাছি ব্রিজ। মেরামতির জন্য ১৯ নভেম্বর থেকে এই ব্রিজে শুরু হয়েছিল যান নিয়ন্ত্রণ। যার জেরে প্রবল যানজটে নাকাল হচ্ছিলেন যাত্রীরা।
3/9
যানজটে আটকে অ্যাম্বুল্যান্স, গাড়ির লম্বা লাইন, বাসের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। মেরামতির জন্য় সাঁতরাগাছি ব্রিজে যান নিয়ন্ত্রণের জেরে, এতদিন চরম হয়রানির শিকার হচ্ছিলেন যাত্রীরা।
4/9
এই ছবিটাই এবার বদলাতে চলেছে। এক মাসেরও বেশি সময় পর অবশেষে আজ শুক্রবার, খুলে গেল সাঁতরাগাছি ব্রিজ।
5/9
প্রতিদিন প্রায় ৭০ হাজার গাড়ি চলাচল করত এই সেতু দিয়ে। মেরামতির জন্য ১৯ নভেম্বর থেকে এই ব্রিজে শুরু হয় যান নিয়ন্ত্রণ।
6/9
যার জেরে সকাল থেকে রাত, কোন এক্সপ্রেসওয়ে ও সংলগ্ন এলাকায় প্রবল যানজটে নাকাল হচ্ছিলেন যাত্রীরা।
7/9
প্রথমে, ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিজ আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও দুর্ভোগ কমাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে, যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় কাজ।
8/9
ঠিক হয়, বড়দিনের আগেই খুলে দেওয়া হবে সাঁতরাগাছি ব্রিজ। পূর্তমন্ত্রী পুলক রায় আগেই জানিয়েছিলেন, ২৩ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার সকালেই খুলে দেওয়া হবে এই সেতু।
9/9
বৃহস্পতিবার রাতের মধ্যে কাজ পুরোপুরি শেষ হয়। এবার দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন যাত্রীরা।
Published at : 23 Dec 2022 12:49 PM (IST)