SFI Protest: ছাত্র আন্দোলনে ধুন্ধুমার, সব বাধা পেরিয়ে রাজ্য বিধানসভার গেটে SFI
রাজ্য বিধানসভার গেট পর্যন্ত পৌঁছে গেল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের আন্দোলনের আঁচ। শিক্ষায় দুর্নীতি-সহ বিভিন্ন ইস্যুতে শুক্রবার বিধানসভা অভিযানের ডাক দেয় এসএফআই। কিন্তু, পুলিশ তাতে অনুমতি দেয়নি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবরং মিছিল আটকানোর সবরকম প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তা সত্বেও পুলিশের নজর এড়িয়ে বিধানসভার মেন গেটের বদলে, পশ্চিম দিকের গেটে পৌঁছে যান একদল এসএফআই নেতা-কর্মী।
সেখানে পুলিশের সংখ্যা ছিল কম। তারই মধ্যে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে কয়েকজন বিধানসভার গেটে চড়ে বসেন।কিছুক্ষণের মধ্যেই পুলিশ বাহিনী পৌঁছে এসএফআই নেতা ও কর্মীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলতে থাকে।
পূর্ব ঘোষণা মতোই এদিন হাওড়া ও শিয়ালদায় জমায়েত করেছিল এসএফআই। কিন্তু, হাওড়া স্টেশনের বাইরেও হাওড়া ব্রিজের ওপরে মোতায়েন ছিল পুলিশ।
হাওড়া স্টেশন থেকে মিছিল বেরোতেই, এসএফআই নেতা ও কর্মীদের একাংশকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ। অন্যদিকে পুলিশি ব্যারিকেড উপেক্ষা করেই শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু করে এসএফআই।
শিয়ালদা কোর্টের সামনে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ।আটক করা হয় কয়েকজনকে। তবুও শিয়ালদা ব্রিজ হয়ে এম জি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে এগোতে থাকে মিছিল।
মুরলীধর সেন লেন পেরিয়ে যাওয়ার পরে সৃজন ভট্টাচার্যদের গ্রেফতারির খবর পৌঁছয়।এরপর সেখানেই মিছিল থামিয়ে দেন প্রতীক উর রহমানরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -