SFI Protest: ছাত্র আন্দোলনে ধুন্ধুমার, সব বাধা পেরিয়ে রাজ্য বিধানসভার গেটে SFI

Kolkata News: শিক্ষায় দুর্নীতি, রাজ্যের একাধিক সকুল বন্ধের এবং ছাত্র সংসদ ভোট ও আনিসকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিধানসভা অভিযানের ডাক দিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন SFI.

ফাইল ছবি

1/7
রাজ্য বিধানসভার গেট পর্যন্ত পৌঁছে গেল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের আন্দোলনের আঁচ। শিক্ষায় দুর্নীতি-সহ বিভিন্ন ইস্যুতে শুক্রবার বিধানসভা অভিযানের ডাক দেয় এসএফআই। কিন্তু, পুলিশ তাতে অনুমতি দেয়নি।
2/7
বরং মিছিল আটকানোর সবরকম প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তা সত্বেও পুলিশের নজর এড়িয়ে বিধানসভার মেন গেটের বদলে, পশ্চিম দিকের গেটে পৌঁছে যান একদল এসএফআই নেতা-কর্মী।
3/7
সেখানে পুলিশের সংখ্যা ছিল কম। তারই মধ্যে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে কয়েকজন বিধানসভার গেটে চড়ে বসেন।কিছুক্ষণের মধ্যেই পুলিশ বাহিনী পৌঁছে এসএফআই নেতা ও কর্মীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলতে থাকে।
4/7
পূর্ব ঘোষণা মতোই এদিন হাওড়া ও শিয়ালদায় জমায়েত করেছিল এসএফআই। কিন্তু, হাওড়া স্টেশনের বাইরেও হাওড়া ব্রিজের ওপরে মোতায়েন ছিল পুলিশ।
5/7
হাওড়া স্টেশন থেকে মিছিল বেরোতেই, এসএফআই নেতা ও কর্মীদের একাংশকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ। অন্যদিকে পুলিশি ব্যারিকেড উপেক্ষা করেই শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু করে এসএফআই।
6/7
শিয়ালদা কোর্টের সামনে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ।আটক করা হয় কয়েকজনকে। তবুও শিয়ালদা ব্রিজ হয়ে এম জি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে এগোতে থাকে মিছিল।
7/7
মুরলীধর সেন লেন পেরিয়ে যাওয়ার পরে সৃজন ভট্টাচার্যদের গ্রেফতারির খবর পৌঁছয়।এরপর সেখানেই মিছিল থামিয়ে দেন প্রতীক উর রহমানরা।
Sponsored Links by Taboola