Aindrila Sharma Demise: ঐন্দ্রিলার প্রয়াণে শোকের ছায়া, শোকবার্তা মুখ্যমন্ত্রীর, সাহসিনীকে কুর্নিশ টলিপাড়ার
ছটফটে, প্রাণবন্ত মেয়ে একটি। যেখানেই যেতেন, জিতে নিতেন মন। কিন্তু সকলকে কাঁদিয়ে চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগে দু'-দু'বার ক্যান্সারকে পরাজিত করেন ঐন্দ্রিলা। এ বারও তিনি যুদ্ধ জয় করে ফিরবেন বলে ধরে নিয়েছিলেন সকলে। কিন্তু ২৪ বছরের শরীরে আর ধকল সইল না।
রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ঐন্দ্রিলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, টলিউডের তাবড় তারকাও শোকপ্রকাশ করেছেন ঐন্দ্রিলার মৃত্যুতে।
ঐন্দ্রিলার প্রয়াণে মুখ্যমন্ত্রী লেখেন, 'আমাদের তরুণী শিল্পী ঐন্দ্রিলা শর্মার অকাল প্রয়াণে শোকস্তব্ধ। প্রতিভাময়ী অভিনেত্রী, টেলি সম্মান-সহ বহু সম্মান পেয়েছেন। ওঁর পরিবার, অনুরাগী, বন্ধুদের গভীর সমবেদনা জানাই। এই শোকের সময়ে মনে সাহস পান ওঁরা'।
শুভেন্দু লেখেন, ‘ঐন্দ্রিলা শর্মার মৃত্যুতে গভীর শোকাহত। শিল্প এবং শিল্পীর মৃত্যু হয় না। অগণিত অনুরাগীর হৃদয়ে বেঁচে থাকবেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার লড়াকু মানসিকতাকে মনে রাখবেন সবাই। ঐন্দ্রিলার পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা।’
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, 'ভাল থেকো ঐন্দ্রিলা। তোমার ইচ্ছেশক্তি অনুপ্রেরণা হয়ে থাকুক'।
ঋতুপর্ণা সেনগুপ্ত লেখেন, 'ঐন্দ্রিলা, কেন এত তাড়াতাড়ি চলে গেলে? তুমি তো যোদ্ধা ছিলে তুমি কেন চলে গেলে? বিজয়ী হয়ে ফেরার কথা ছিল তোমার। ওর লড়াই...এক দৃষ্টান্ত হয়ে রইল’।'
তৃণা সাহা লেখেন, '‘আরও কিছুটা সময় যদি তোমার সঙ্গে কাটাতে পারতাম...অন্য দিকে দেখা হবে বন্ধু, আমার অনুপ্রেরণা’।'
সায়নী ঘোষ লেখেন, ‘খুব তাড়াতাড়ি চলে গেলে...ঐন্দ্রিলা শর্মা, সুন্দরী তুমি’।
ঐন্দ্রিলা এবং সব্যসাচী চৌধুরীর বন্ধু সৌরভ দাস লেখেন, ‘ও জিতে গিয়েছে। আরও ভাল জায়গা প্রাপ্য ওর। আরও ভাল মানুষের (সকলে নন) সান্নিধ্য প্রয়োজন। ও খুব খুশি, শান্তির জগতে রয়েছে। মিষ্টি, খুব ভালবাসি তোমাকে। আমরা চিরকাল বাসব। আর আমি ভাইয়ের খেয়াল রাখব, তোর সব্যর’।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -