Alipore Zoo : বড়দিনে উপচে পড়া ভিড় চিড়িয়াখানায়, কচিকাঁচাদের হাত ধরে ভিড় করেছেন বড়রাও

বড়দিনে কলকাতাজুড়ে উৎসবের আবহ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
এদিন উপচে পড়া ভিড় আলিপুর চিড়িয়াখানায়।

সোমবার সকাল থেকেই টিকিটের লম্বা লাইন।
সোনা রোদ গায়ে মেখে খোশমেজাজে বাঘও।
দর্শকদের দেখে চেনা ছন্দে হেঁটে বেড়াচ্ছে জিরাফ।
ভিড় দেখে যদিও কোনও হেলদোল নেই, নিজের মনেই ঘোরাঘুরি করছে বাঘ।
কচিকাঁচাদের নিয়ে হাজির রাজ্যবাসী।
এদিকে গতকাল থেকেই শীতের পোশাক পরে ঘুরতে বের হলেও, কার্যত বাইরে বেরিয়ে সোয়েটার, জ্যাকেট হাতে নিয়ে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে পর্যটকদের।
হাওয়া অফিস সূত্রে খবর, কিছুটা দুর্বল হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আর তার জেরে দিন ও রাতের তাপমাত্রা সামান্য করে কমেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। যদিও এসবে উৎসাহে কোনও ঘাটতি নেই পর্যটকদের।
বড়দিনে চিড়িয়াখানায় শুঁড় দিয়ে ধুলো ওড়াচ্ছে হাতি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -