Alipore Zoo : বড়দিনে উপচে পড়া ভিড় চিড়িয়াখানায়, কচিকাঁচাদের হাত ধরে ভিড় করেছেন বড়রাও
Christmas Crowd Alipore Zoo : বড়দিনের ছুটির সকালে আলিপুর চিড়িয়াখানায় লম্বা লাইন। বাঘ, সিংহ,হাতি, জিরাফদের দেখতে কচিকাঁচাদের হাত ধরে ভিড় করেছেন বড়রাও।
বড়দিনে উপচে পড়া ভিড় চিড়িয়াখানায়
1/10
বড়দিনে কলকাতাজুড়ে উৎসবের আবহ।
2/10
এদিন উপচে পড়া ভিড় আলিপুর চিড়িয়াখানায়।
3/10
সোমবার সকাল থেকেই টিকিটের লম্বা লাইন।
4/10
সোনা রোদ গায়ে মেখে খোশমেজাজে বাঘও।
5/10
দর্শকদের দেখে চেনা ছন্দে হেঁটে বেড়াচ্ছে জিরাফ।
6/10
ভিড় দেখে যদিও কোনও হেলদোল নেই, নিজের মনেই ঘোরাঘুরি করছে বাঘ।
7/10
কচিকাঁচাদের নিয়ে হাজির রাজ্যবাসী।
8/10
এদিকে গতকাল থেকেই শীতের পোশাক পরে ঘুরতে বের হলেও, কার্যত বাইরে বেরিয়ে সোয়েটার, জ্যাকেট হাতে নিয়ে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে পর্যটকদের।
9/10
হাওয়া অফিস সূত্রে খবর, কিছুটা দুর্বল হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আর তার জেরে দিন ও রাতের তাপমাত্রা সামান্য করে কমেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। যদিও এসবে উৎসাহে কোনও ঘাটতি নেই পর্যটকদের।
10/10
বড়দিনে চিড়িয়াখানায় শুঁড় দিয়ে ধুলো ওড়াচ্ছে হাতি।
Published at : 25 Dec 2023 12:10 PM (IST)