Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Alipurduar Leopard :চিতাবাঘের হানায় বালকের মৃত্যু, ভয়ে কাঁপছিল চা-বাগান, অবশেষে খাঁচাবন্দি, দেখুন ছবি
বৃহস্পতিবার ভর সন্ধেয় বন্ধুদের সঙ্গে খেলার সময় দীপেশ ওঁরাও নামের এক ১১ বছরের নাবালককে বাড়ির রাস্তা থেকে চা গাছের ঝোপে টেনে নিয়ে গিয়েছিল এক চিতাবাঘ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচিতাবাঘের আক্রমণে এতটাই ঘায়েল ছিল ওই বালক, তাকে বাঁচানো যায়নি। অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ছেলেটি।
চিতাবাঘের আক্রমণে ঘাড় মটকে গিয়েছিল তার। বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে হয় প্রাথমিক চিকিৎসা। কিন্তু আঘাত ছিল গুরুতর।
আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় ওই নাবালকের।
তারপরেই স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে তাসাটি চা বাগানের ঘাসি লাইনে চিতাবাঘ ধরতে তিনটি খাঁচা পাতে বনদফতর। সেই ফাঁদেই শনিবার ধরা পড়ে একটি চিতাবাঘ।
কিন্তু একটি চিতাবাঘ তো নয়, সেখানে তো আরেকটি চিতাবাঘও ছিল। মানুষের আতঙ্ক কমেনি।
বন দফতরের খাঁচায় ধরা পড়ে আরও একটি চিতাবাঘ। সোমবার সকালে অবশেষে স্বস্তি পেয়েছেন বাসিন্দারা।
সোমবার সকালে খাচাবন্দি ক্রুদ্ধ চিতার হুঙ্কারেই ঘুম ভাঙে তাসাটি চা বাগানের ঘাসি লাইনের বাসিন্দা চা শ্রমিকদের। সোমবার সকালে বনদপ্তরের পাতা খাচায় দ্বিতীয় চিতাবাঘ বন্দি হওয়ায় অনেকটাই স্বস্তি চা বলয়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -