Amit Shah Speech: 'দিদি আপনার সময় শেষ হয়ে গিয়েছে,' TMC সরকারকে উপড়ে ফেলার ডাক অমিত শাহর
দুর্নীতি ইস্যুতে TMC-কে চাঁচাছোলা আক্রমণ করলেন অমিত শাহ। বাংলায় এসে ২৪-এ মোদিকে ফিরিয়ে আনার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কী বললেন তিনি?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন অমিত শাহ বলেন, “২০২৪-এ মোদি সরকারকে ফিরিয়ে আনতে হবে। ২০২৬-এ বাংলায় বিজেপির সরকার গড়তে হবে।'
ধর্মতলার সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'ভোট-হিংসা সবথেকে বেশি হয় বাংলায়। অনুপ্রবেশ বন্ধ করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা বন্দ্যোপাধ্য়ায় সংসদে অনুপ্রবেশের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, তিনিই অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড করে দিচ্ছেন।'
মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে অমিত শাহ বলেন, 'যে বাংলায় রবীন্দ্র সঙ্গীত শোনা যেত, সেখানে বোমার শব্দ শোনা যায়। আমি গুজরাতে কোনও নেতার বাড়ি থেকে এত টাকা উদ্ধার হতে দেখিনি। যে বাংলা গোটা দেশকে নেতৃত্ব দিত, সেই বাংলাকে দিদি ধ্বংস করে দিয়েছেন।'
পাশাপাশি বদলার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, 'মোদিজির পাঠানো টাকা তৃণমূলের সিন্ডিকেট আত্মসাৎ করেছে। বিজেপি কর্মীদের খুন করেছেন, বিজেপির কর্মীরা প্রত্যেক খুনের বদলা নেবেন। ভোট দিয়ে রাজনৈতিক হত্যার বদলা নেবেন বিজেপি কর্মীরা।'
'দেশে বাংলার বদমান করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। জ্যোতিপ্রিয়, অনুব্রত, পার্থ চট্টোপাধ্য়ায় দুর্নীতির দায়ে জেলে।ক্ষমতা থাকলে এদের সাসপেন্ড করুন দল থেকে।এখন দুর্গানাম জপ করছেন, ভাইপোর নাম এরা না মুখে আনে। যারা নিজেরা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাঁরা দুর্নীতি দূর করতে পারবে না।'
কলকাতায় এসে ফের একবার বুঝিয়ে দিলেন CAA লাগু হবেই। 'এত অনুপ্রবেশ হলে কোনও রাজ্য হলে সেখানে উন্নয়ন হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য সিএএ-র বিরোধিতা করছেন। আমি বলছি, সিএএ আইন হয়ে গেছে, প্রণয়নও হয়ে যাবে। সিএএ লাগু করবই করব।'
২০২৬ সালে বিজেপি বাংলায় সরকার গড়বে বলে ডাক দেন অমিত শাহ। এদিন তিনি বলেন, 'বিধানসভা ভোটে র্যাগিং সত্ত্বেও ২০২১-এ শূন্য থেকে ৭৭ হয়েছিল বিজেপি।আমি নিশ্চিত, ২০২৬-এ দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গড়বে বিজেপি।'
'বাংলার উন্নয়ন চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উপড়ে ফেলে দিন। মোদিজির কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বাংলার উন্নয়ন।মমতা বন্দ্যোপাধ্য়ায় মোদিজিকে উন্নয়ন করতে দিচ্ছেন না।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -