Amit Shah : ধর্মতলায় ৬০ ফুট চওড়া ত্রিস্তরীয় মঞ্চ, নিশ্ছিদ্র নিরাপত্তা, দেখুন শাহের সভার চমকে দেওয়া প্রস্তুতি
রাজ্য সরকারের জন্য যাঁরা কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি, তাঁদের অভিযোগপত্র জমা দেওয়ার জন্য, অমিত শাহর সভামঞ্চে রাখা হচ্ছে ড্রপবক্স।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেগা সমাবেশ করতে প্রথম থেকেই নাছোড় ছিল বিজেপি। শাহের সভার জন্য ভিক্টোরিয়া হাউজের সামনে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ।
ত্রিস্তরীয় মঞ্চে শাহের ডান ও বাম হাতে থাকছেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। ধাপে ধাপে বসার জায়গা তৈরি করা হচ্ছে রাজ্যের অন্যান্য নেতৃত্ব ও বঞ্চিত সাধারণের জন্য।
লোহার পিলার দিয়ে তৈরি হচ্ছে মঞ্চের কাঠামো, একটি বড় মঞ্চকেই ভাগ করা হচ্ছে ৩ টি ভাগে।
সভার জন্য তৈরি করা হচ্ছে ৬০ ফুট চওড়া ত্রিস্তরীয় মঞ্চ । প্রত্যেকটি স্তর চওড়ায় হবে ১৬ ফুট করে।
প্রথম স্তরে বসবেন অমিত শাহ এবং রাজ্য বিজেপি সভাপতি ও রাজ্যের বিরোধী দলনেতা। মঞ্চের দ্বিতীয় স্তরে বসবেন বিজেপির রাজ্য স্তরের অন্যান্য নেতারা।
তৃতীয় মঞ্চ তৈরি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে বঞ্চিতদের জন্য। মঞ্চের সামনে ৩৫ ফুট জায়গা থাকবে ডি জোন।
মূল মঞ্চ এবং ডি জোন এর নিরাপত্তার দায়িত্বে থাকবে অমিত শাহের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী। আশপাশের বাড়িগুলির ছাদ থেকে চলবে নজরদারি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -