Amit Shah : ধর্মতলায় ৬০ ফুট চওড়া ত্রিস্তরীয় মঞ্চ, নিশ্ছিদ্র নিরাপত্তা, দেখুন শাহের সভার চমকে দেওয়া প্রস্তুতি

Amit Shah Kolkata Rally : প্রথম স্তরে বসবেন অমিত শাহ এবং রাজ্য বিজেপি সভাপতি ও রাজ্যের বিরোধী দলনেতা। মঞ্চের দ্বিতীয় স্তরে বসবেন বিজেপির রাজ্য স্তরের অন্যান্য নেতারা।

শাহের সভার চমকে দেওয়া প্রস্তুতি

1/8
রাজ্য সরকারের জন্য যাঁরা কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি, তাঁদের অভিযোগপত্র জমা দেওয়ার জন্য, অমিত শাহর সভামঞ্চে রাখা হচ্ছে ড্রপবক্স।
2/8
মেগা সমাবেশ করতে প্রথম থেকেই নাছোড় ছিল বিজেপি। শাহের সভার জন্য ভিক্টোরিয়া হাউজের সামনে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ।
3/8
ত্রিস্তরীয় মঞ্চে শাহের ডান ও বাম হাতে থাকছেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। ধাপে ধাপে বসার জায়গা তৈরি করা হচ্ছে রাজ্যের অন্যান্য নেতৃত্ব ও বঞ্চিত সাধারণের জন্য।
4/8
লোহার পিলার দিয়ে তৈরি হচ্ছে মঞ্চের কাঠামো, একটি বড় মঞ্চকেই ভাগ করা হচ্ছে ৩ টি ভাগে।
5/8
সভার জন্য তৈরি করা হচ্ছে ৬০ ফুট চওড়া ত্রিস্তরীয় মঞ্চ । প্রত্যেকটি স্তর চওড়ায় হবে ১৬ ফুট করে।
6/8
প্রথম স্তরে বসবেন অমিত শাহ এবং রাজ্য বিজেপি সভাপতি ও রাজ্যের বিরোধী দলনেতা। মঞ্চের দ্বিতীয় স্তরে বসবেন বিজেপির রাজ্য স্তরের অন্যান্য নেতারা।
7/8
তৃতীয় মঞ্চ তৈরি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে বঞ্চিতদের জন্য। মঞ্চের সামনে ৩৫ ফুট জায়গা থাকবে ডি জোন।
8/8
মূল মঞ্চ এবং ডি জোন এর নিরাপত্তার দায়িত্বে থাকবে অমিত শাহের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী। আশপাশের বাড়িগুলির ছাদ থেকে চলবে নজরদারি।
Sponsored Links by Taboola