Amit Shah Kolkata Rally In Pics : শাহের সভা আজ, কলকাতাজুড়ে যানজটের আশঙ্কা, বিকল্প রুট জানুন কাজে বেরনোর আগেই
হাইভোল্টেজ বুধবার। আজ রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে ধর্মতলায় অমিত শাহের মেগা প্রতিবাদ সভা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুধবার বিজেপির মেগা ইভেন্ট। শিয়ালদা-হাওড়া স্টেশন থেকে বিজেপি কর্মীদের মিছিল যাবে ধর্মতলার দিকে। কলকাতাজুড়ে যানজটের আশঙ্কা।
'কালকের ঐতিহাসিক ভিড়। ঢেউ আর সুনামি কলকাতাতে চলবে' আগেভাগেই বলে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির মেগা শোয়ে বুধবার প্রধান বক্তা অমিত শাহ! শুরু হবে বেলা ১২টায়।
অমিত শাহ সভাস্থলে পৌঁছবেন দুপুর পৌনে ২টো নাগাদ। সোয়া ৩টে নাগাদ সভাস্থল থেকে বেরিয়ে যাবেন তিনি।
জানা গিয়েছে, যারা ট্রেনে এসে হাওড়া স্টেশনে নামবেন, তাঁরা সেখান থেকে মিছিল করবেন।
পুলিশ সূত্রে খবর, তারা হাওড়া ব্রিজ হয়ে স্ট্র্যান্ড রোড হয়ে ধর্মতলায় পৌঁছবেন। যারা শিয়ালদা স্টেশনে নামবেন, তাঁরা শিয়ালদা থেকে এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় মিছিল করে আসবেন।
উত্তর কলকাতা থেকে ধর্মতলা বা দক্ষিণ কলকাতার দিকে যাওয়ার ক্ষেত্রে, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে সিআর অ্যাভিনিউ দিয়ে বিবি গাঙ্গুলি রোড হয়ে যেতে।
দক্ষিণ কলকাতা থেকে ধর্মতলা বা উত্তর কলকাতার দিকে যেতে হলে, জওহরলাল নেহেরু রোড, ডোরিনা ক্রসিং হয়ে কাউন্সিল হাউস স্ট্রিট থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ-এর দিকে পাঠানো হবে।
এছাড়া এপিসি রোড হয়ে এজেসি বোস রোড ধরে যাবে উত্তর ও দক্ষিণমুখী গাড়ি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -