Amit Shah Kolkata Rally In Pics : শাহের সভা আজ, কলকাতাজুড়ে যানজটের আশঙ্কা, বিকল্প রুট জানুন কাজে বেরনোর আগেই

Amit Shah Kolkata Rally : দুর্নীতির অভিযোগ বনাম বঞ্চনার অভিযোগ। হাইভোল্টেজ বুধবার। আজ রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে ধর্মতলায় অমিত শাহের মেগা প্রতিবাদ সভা।

অমিত শাহ

1/10
হাইভোল্টেজ বুধবার। আজ রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে ধর্মতলায় অমিত শাহের মেগা প্রতিবাদ সভা।
2/10
বুধবার বিজেপির মেগা ইভেন্ট। শিয়ালদা-হাওড়া স্টেশন থেকে বিজেপি কর্মীদের মিছিল যাবে ধর্মতলার দিকে। কলকাতাজুড়ে যানজটের আশঙ্কা।
3/10
'কালকের ঐতিহাসিক ভিড়। ঢেউ আর সুনামি কলকাতাতে চলবে' আগেভাগেই বলে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
4/10
ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির মেগা শোয়ে বুধবার প্রধান বক্তা অমিত শাহ! শুরু হবে বেলা ১২টায়।
5/10
অমিত শাহ সভাস্থলে পৌঁছবেন দুপুর পৌনে ২টো নাগাদ। সোয়া ৩টে নাগাদ সভাস্থল থেকে বেরিয়ে যাবেন তিনি।
6/10
জানা গিয়েছে, যারা ট্রেনে এসে হাওড়া স্টেশনে নামবেন, তাঁরা সেখান থেকে মিছিল করবেন।
7/10
পুলিশ সূত্রে খবর, তারা হাওড়া ব্রিজ হয়ে স্ট্র্যান্ড রোড হয়ে ধর্মতলায় পৌঁছবেন। যারা শিয়ালদা স্টেশনে নামবেন, তাঁরা শিয়ালদা থেকে এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় মিছিল করে আসবেন।
8/10
উত্তর কলকাতা থেকে ধর্মতলা বা দক্ষিণ কলকাতার দিকে যাওয়ার ক্ষেত্রে, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে সিআর অ্যাভিনিউ দিয়ে বিবি গাঙ্গুলি রোড হয়ে যেতে।
9/10
দক্ষিণ কলকাতা থেকে ধর্মতলা বা উত্তর কলকাতার দিকে যেতে হলে, জওহরলাল নেহেরু রোড, ডোরিনা ক্রসিং হয়ে কাউন্সিল হাউস স্ট্রিট থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ-এর দিকে পাঠানো হবে।
10/10
এছাড়া এপিসি রোড হয়ে এজেসি বোস রোড ধরে যাবে উত্তর ও দক্ষিণমুখী গাড়ি
Sponsored Links by Taboola