Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Amit Shah on CAA: এক বছর পর বাংলায় অমিত শাহ, CAA, BSF, ছুঁয়ে গেলেন সব, কড়া হুঁশিয়ারি মমতাকেও
বিধানসভা নির্বাচনের এক বছর মাথায় ফের রাজ্য সফরে অমিত শাহ। আর বাংলায় পা রেখেই ফের একাধিক বিতর্ক খুঁচিয়ে তুললেন তিনি। CAA থেকে BSF-কে নিয়ে মন্তব্য করে উস্কে দিলেন একাধিক জল্পনা। একই সঙ্গে কড়া ভাষায় আক্রমণ করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমমতার উদ্দেশে শাহ বলেন, ভেবেছিলাম তৃতীয়বার ক্ষমতায় এসে মমতা শুধরে যাবেন। একবছর হয়ে গেল, বাংলার মধ্যে অত্যাচার কমেছে কী? কাটমানি বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হল? সিন্ডিকেট রাজ বন্ধ হল? বিজেপি কর্মীদের খুন বন্ধ হয়েছে কী? মমতা ৩ বার জিতবার পরও শুধরোলেন না।
বিজেপি হার মানবে না বলেও জানান শাহ। বলেন, আপনি ভাববেন না, যে বিজেপি লড়বে না! আমি এখানে উত্তরবঙ্গ থেকে বলে যাচ্ছি, যতদিন না পর্যন্ত আপনি বাংলার জনগণের ওপর অত্যাচার, দুর্নীতি, কাটমানি, সিন্ডিকেট-রাজ বন্ধ না করছেন, ততদিন বিজেপি আপনার বিরুদ্ধে লড়ে যাবে।
CAA নিয়ে অমিতের বক্তব্য, উত্তরবঙ্গের মানুষকে আমি স্পষ্ট করে বলে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস CAA’র ব্যাপারে গুজব রটাচ্ছে। বলা হচ্ছে, সিএএ লাগু হবে না। আমি বলে যাচ্ছি, করোনার ঢেউ থামলেই, CAA কার্যকর হবে। আমাদের ভাইদের নাগরিকত্ব দেওয়ার কাজ হবে। মমতা আপনি কি চান, অনুপ্রবেশ চলতে থাকুক? আর মানুষ নাগরিকত্ব না পান!? কান খুলে তৃণমূল শুনে নিক, CAA হবে। আপনি কিচ্ছু করতে পারবেন না।
মমতা নরেন্দ্র মোদিকে ভয় পান বলে দাবি শাহের। তাঁর কথায়, বন্ধু আজও গোটা বাংলার গরিব মানুষকে আয়ুষ্মান ভারত যোজনার ফায়দা থেকে বঞ্চিত হয়নি। পুরো ৫ লক্ষ টাকার সুবিধা পাবেন গরিব মানুষ। বাংলার মানুষকে সেই সুবিধা দেওয়া উচিত নয় কি? মমতাদি আসলে মোদির জনপ্রিয়তাকে ভয় পেয়ে আয়ুষ্মান ভারত বাংলায় চালু করতে দেননি! কিষাণ সম্মান নিধিও ৫ বছর পরে কার্যকর করেছেন।
জ্বালানির কর নিয়ে সম্প্রতি বাংলাকে নিশানা করেন মোদি। শাহও এ দিন বলেন, গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুতের দাম বাংলায়। গোটা দেশের মধ্যে পেট্রোলের দাম ১১৫ টাকা লিটার - একমাত্র এই বাংলায়। যেখানে বিজেপির সরকার, সেখানে ১০৫ টাকায় পেট্রোল বিক্রি হয়। এখানে ২৫ শতাংশ জিএসটি এবং ১৩ টাকা অতিরিক্ত কর আদায় করে বাংলার সরকার।
পৃথক উত্তরবঙ্গের দাবি তুলছেন বিজেপি নেতৃত্ব। সেই আবহে অমিত বলেন, উত্তরবঙ্গের প্রতি মমতাদি সব সময় অন্যায় করেছে। কেন্দ্র যে ২টো AIIMS তৈরির সিদ্ধান্ত নিয়েছিল, তা বদল করতে হয়েছে। যার ফলে উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত হয়েছেন। দেশের যে যে রাজ্যে বিজেপির সরকার আছে, সেখানে মেট্রো কর্পোরেশন তৈরি করা হয়েছে। এখানে মেট্রো কর্পোরেশন করা হল না! কেন? যাতে শিলিগুড়ি আর জলপাইগুড়ি মেট্রো না পায়।
বাংলা সফরে শাহের মুখে শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য। বিএসএফের অনুষ্ঠানে বলেন, স্থানীয় প্রশাসনের সাহায্য ছাড়া, অনুপ্রবেশ আটকানো মুশকিল। তাড়াতাড়ি সেই সাহায্য পাওয়ার মতো রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে। এর প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা প্রশ্ন তুলেছেন, অমিত শাহ কি পরিস্থিতি তৈরির চক্রান্ত করছেন?
বিধানসভা ভোটের পর, দু’ দিনের সফরে আজ রাজ্যে এলেন অমিত শা। সকালে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিএসএফের ৬টি অত্যাধুনিক ভাসমান আউটপোস্ট উদ্বোধনের পাশাপাশি, সুন্দরবন এলাকার জন্য ওয়াটার অ্যাম্বুল্যান্সেরও উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর বনগাঁর হরিদাসপুরে মৈত্রী সংগ্রহালয়ের শিলান্যাস করবেন তিনি।
শুক্রবার সকালে কোচবিহার জেলার তিনবিঘা সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় ফিরে দুপুরে বিজেপি সাংসদ, বিধায়ক, পদাধিকারীদের সঙ্গে বৈঠক। এরপর সন্ধেয় যোগ দেবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাংস্কৃতিক অনুষ্ঠানে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -