Amit Shah: শিলিগুড়ির সভায় অমিত-ভাষণে বগটুই থেকে হাঁসখালিকাণ্ড, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে চালিয়ে যাওয়ার হুঙ্কার
ফাইল ছবি
1/9
বিধানসভা ভোটের পর, দু’ দিনের সফরে আজ রাজ্যে এলেন অমিত শা। সকালে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিএসএফের ৬টি অত্যাধুনিক ভাসমান আউটপোস্ট উদ্বোধনের পাশাপাশি, সুন্দরবন এলাকার জন্য ওয়াটার অ্যাম্বুল্যান্সেরও উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
2/9
এরপর বনগাঁর হরিদাসপুরে মৈত্রী সংগ্রহালয়ের শিলান্যাস করেন তিনি। অমিত শাহের বক্তৃতায় উঠে আসে BSF প্রসঙ্গ। BSF নিয়ে প্রশংসায় পঞ্চমুখ শাহ। স্থানীয় প্রশাসনের সাহায্য ছাড়া পাচার-অনুপ্রবেশ রোখা কঠিন। খুব শীঘ্রই সেই অনুকুল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে বাংলায়। বনগাঁয় বললেন অমিত শাহ। এদিন সন্ধেয় শিলিগুড়িতে রেলওয়ে ইনস্টিটিউট স্পোর্টস গ্রাউন্ডে জনসভায় উপস্থিত হন অমিত শা।
3/9
কাল সকালে কোচবিহার জেলার তিনবিঘা সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় ফিরে দুপুরে বিজেপি সাংসদ, বিধায়ক, পদাধিকারীদের সঙ্গে বৈঠক। এরপর সন্ধেয় যোগ দেবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাংস্কৃতিক অনুষ্ঠানে।
4/9
শিলিগুড়ি নৌকাঘাটে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শিলিগুড়ির রেলওয়ে ইনস্টিটিউশন ময়দানে সভা করবেন অমিত শাহ।
5/9
এদিন জনসভায় অমিত শাহ বলেন, ‘আগে আমাদের হাতে মাত্র ৩টি আসন ছিল। বাংলার মানুষ ৩ থেকে বিজেপির আসন ৭৭ করেছে। বাংলার মানুষ তৃতীয়বারের জন্য মমতাকে মুখ্যমন্ত্রী করেছেন। আমরা বাংলার মানুষের সেই জনমত মেনে নিয়েছি। বাংলার মানুষ বলুন, অত্যাচার কি কম হয়েছে? বাংলার মানুষ বলুন, সিন্ডিকেট, দুর্নীতি কি বন্ধ হয়েছে?’
6/9
ভোটের পর প্রথমবার বাংলায় এসেই মমতাকে আক্রমণে অমিত শাহ। আইনশৃঙ্খলা নিয়ে অমিত শাহের আক্রমণ, ৩৫৫ ধারা জারির পটভূমি তৈরির চক্রান্ত দেখছেন মমতা। অন্যদিকে সিন্ডিকেট-রাজ নিয়েও মমতাকে আক্রমণ করেছেন শাহ। , জবাব মমতার। এদিন শিলিগুড়িতে অমিত শাহের মুখে ভোট পরবর্তী সন্ত্রাস থেকে বগটুই, হাঁসখালিকাণ্ডের কথা ওঠে।
7/9
অমিত শাহের সভা থেকে দফায় দফায় বঙ্গভঙ্গের দাবি বিজেপি বিধায়কদের। অমিত-সফরের দিনই সিএএ কার্যকর নিয়ে ফের হুঙ্কার বিজেপির। উল্লেখ্য, ২দিনের বঙ্গ সফরে কাল সৌরভের বাড়ি যেতে পারেন অমিত শাহ। যোগ দিতে পারেন নৈশভোজে। কী উদ্দেশে সাক্ষাৎ?
8/9
এদিন হিঙ্গলগঞ্জে ৬টি অত্যাধুনিক ভাসমান আউটপোস্ট, সুন্দরবন এলাকার জন্য বোট অ্যাম্বুল্যান্সের ও পরে বনগাঁর হরিদাসপুরে মৈত্রী সংগ্রহালয়ের শিলান্যাস করেন অমিত শাহ। বনগাঁয় অমিত শাহ বলেন, 'হিঙ্গলগঞ্জে অত্যাধুনিক ভাসমান বিওপি-র উদ্বোধন করা হয়েছে। সুন্দরবন থেকে অনুপ্রবেশ ও পাচারের কথা বলা হচ্ছিল। কিন্তু যে অত্যাধুনিক নজরদারির ব্যবস্থা হয়েছে তাতে অনুপ্রবেশ, পাচার বন্ধ হবে।’
9/9
মাঝে বিএসএফের কার্যকলাপের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছিল রাজ্য ও কেন্দ্র। যে প্রসঙ্গ টেনে রাজ্যকে খোঁচা দিয়ে অমিত শাহের সংযোজন, 'সত্তরের দশকে বাংলাদেশের জন্ম দিতে বিএসএফ ও সেনা দৃঢ়তার সঙ্গে কাজ করেছে। মানবতা রক্ষার্থেও বিএসএফের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।অনুপ্রবেশ ও পাচার স্থানীয় প্রশাসনের সাহায্য ছাড়া রোখা সম্ভব নয়। কিন্তু খুব শীঘ্রই সেই রাজনৈতিক পরিস্থিতিও তৈরি যাবে।'
Published at : 05 May 2022 06:18 PM (IST)