Amit Shah : ঠাকুরবাড়িতে শাহ, মাল্যদানের পর ঘুরে দেখা আনাচ-কানাচ, জানতে চাইলেন কবির জন্মের তিথি-সময়
অমিত শাহের সঙ্গে জোড়াসাঁকোয় গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রমুখ । তাঁরাও এদিন রবিশ্বকবির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদানের পর ঠাকুরবাড়ি ঘুরে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহ-সূচিকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল ঠাকুরবাড়ি।
সকাল এগারোটার একটু পরে এখানে আসেন অমিত শাহ। তখন সেখানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, নিশীথ প্রমাণিকরা।
রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মেছিলেন, কোন ঘরে তাঁর মৃত্যু হয়েছিল?সবই দেখেন উৎসাহের সঙ্গে। এর পাশাপাশি, ঠাকুরবাড়ির বিচিত্রাভবন ঘুরে দেখেন অমিত শাহ।
গতকাল কর্ণাটক বিধানসভা নির্বাচনের শেষ প্রচার সেরে রাতে কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এর পাশাপাশি, আইনস্টাইনের সঙ্গে কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের সাক্ষাৎ হয়েছিল, তাও জানতে চেয়েছেন অমিত শাহ।
জোড়াসাঁকোয় সংগ্রহশালায় ঘুরে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উৎসুক নয়নে দেখেন ঠাকুরবাড়ির আনাচ-কানাচ। ঠাকুরবাড়ির দেওয়ালে সজ্জিত ছবিগুলিও খুঁটিয়ে দেখেন শাহ। জোড়াসাঁকোর ভিজিটার্স বুকে সইও করেন শাহ।
সন্ধেয় সায়েন্স সিটিতে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অমিত শা। আজই রাতের বিমানে দিল্লি ফিরছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -