Amogh Lila Das: 'আমি মন থেকে ক্ষমা চাইছি', বিতর্কিত মন্তব্যর পর ভিডিও বার্তা অমোঘ লীলা দাসের
রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দের মতের ব্যাখ্যা বিতর্কে ক্ষমা চেয়ে এবার ভিডিও বার্তা দিলেন অমোঘ লীলা দাস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক ভিডিও বার্তায় তাঁর বক্তব্য, ”সম্প্রতি শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দকে নিয়ে আমার বক্তব্য নিয়ে বিতর্ক হয়েছে। আমি যা যা বলেছি, ভুল বলেছি।
ভিডিও বার্তায় অমোঘ লীলা দাস বলেছেন, 'এই ভিডিওটি ক্ষমা চাওয়ার জন্য। রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে আমার করা সাম্প্রতিক মন্তব্যে যাঁদের খারাপ লেগেছে, তাঁদের উদ্দেশে আমি ক্ষমা চাইছি।
তিনি বলেন, আমার বাণীতে যাঁদের আঘাত লেগেছে আমি অত্যন্ত দুঃখিত। আমি মন থেকে কখনই চাইনি এটা। আমাকে কেউ একজন প্রশ্ন করেছিলেন, সেই প্রেক্ষিতেই আমি এমনটাই বলে ফেলেছি। উপস্থিত যারা ছিলেন, তাঁদের এই মন্তব্য খারাপ লেগেছে। আমি মন থেকে ক্ষমা চাইছি। ভবিষ্যতে যাতে আমার কোনও মন্তব্যে এমনটা না হয়, সেই বিষয়টি আমি নিশ্চিত করব।
অমোঘ লীলা বলেছিলেন, স্বামী বিবেকানন্দ যদি মাছ খান, তাহলে তিনি কী করে একজন সিদ্ধপুরুষ? ইসকনের তরফে এই মন্তব্যের সমালোচনা করে বলা হয়েছে তাঁর এই মন্তব্য শুধুমাত্র অসম্মানজনক নয় বরং আধ্যাত্মিক পথ এবং ব্যক্তিগত পছন্দের বৈচিত্র্য সম্পর্কে সচেতনতার অভাবেরও নিদর্শন।
রামকৃষ্ণের ‘যত মত তত পথ’ বাণীকে উদ্ধৃত করে এমন ব্যাখ্যা দিয়েছেন, যা নিয়ে বেজায় চটেছিলেন রামকৃষ্ণ ভক্তরা। শ্রীরামকৃষ্ণ যেভাবে মানুষকে ঈশ্বরলাভের বহু পথ সম্পর্কে জ্ঞাত করার চেষ্টা করেছিলেন, তার সমালোচনা করেন অমোঘ লীলা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -