Anubrata Mandal Arrested : চড়াম চড়াম ঢাক থেকে নকুলদানা-গুড়-বাতাসা ঝলকে ভাইরাল অনুব্রত
খেলা হবে - বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল ‘খেলা হবে’ (Khela Hobe) শব্দবন্ধ। রাজনীতির গণ্ডি ছাড়িয়ে আম-জনতার মুখে মুখে ঘোরে এই স্লোগান। উৎপত্তি নিয়ে সংশয় থাকলেও অনুব্রত মণ্ডলের মুখেই যে তা প্রচার লাভ করেছিল, সে বিষয়ে একমত সকলেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনকুলদানা- ভোটের প্রাক্কালে বিরোধীদের নকুলদানা খাওয়ানোর কথা জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল। ঠাকুরঘরের চৌহদ্দি ডিঙিয়ে বঙ্গ রাজনীতির আঙিনায় আসা নকুলদানাই রাজ্যজুড়ে এদিন বিলি করেছে বিজেপি।
গুড়-বাতাসা- ভোটের প্রাক্কালে তৃণমূল কর্মী-সমর্থকদের নকুলদানার পাশাপাশি গুড়-বাতাসা বিতরণের বার্তাও দিয়েছিলেন কেষ্ট দা। আজ অনুব্রত গ্রেফতার হওয়ার পর দেখা যায় বাঁকুড়ায় বিজেপি সমর্থকরা পথচলতিদের গুড়-বাতাসা-নকুলদানা দিচ্ছেন।
চড়াম চড়াম ঢাক- বীরভূমের তৃণমূল জেলা সভাপতি বলেছিলেন চড়াম চড়াম ঢাক বাজানোর কথা। বিরোধীদের অভিযোগ আসলে 'মারধর' করার হুমকি দিয়েছেন তিনি। যদিও এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা মেলেনি।
উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে- ভোটের প্রাক্কালে বিরোধীদের উদ্দেশে অনুব্রত মণ্ডলের যে বক্তব্য ঘিরেও কম শোরগোল হয়নি। আখেরে ভয় দেখানোর পন্থা বলেই কটাক্ষ করেছিলেন বিরোধীরা।
শুঁটিয়ে লাল করে দেব - দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে বিশ্বভারতীতে তেমনটা হলে তিনি 'শুঁটিয়ে লাল করে দেবেন' বলেই জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল।
সোনাগো আমার- অনুব্রত মণ্ডলের বিভিন্ন চেনা শব্দবন্ধের মাঝে অন্যতম 'সোনাগো আমার'। তীব্র শ্লেষের সুরে তৃণমূল নেতার করা এই মন্তব্য সোশাল মিডিয়ায় এখনও ভাইরাল।
ফুল নেহি আহুন হ্যা- পুষ্পা সিনেমার বিখ্যাত 'ফ্লাওয়ার নেহি ফায়ার হে' ডায়লগকে স্বকীয় মেজাজে অনুব্রত শুনিয়েছিলেন 'ফুল নেহি আগুন হ্যা'।
অন্যায় করেছে- দোর্দণ্ডপ্রতাপ নেতাকে কখনও দেখা গিয়েছে অভিভাবকের ভূমিকাতেও। প্রয়োজনে তিনি জানিয়েছেন 'অন্যায় করেছে'। তবে সোশালে তা ভাইরাল হওয়া আটকায়নি।
দারুণ লজ্জার ব্যাপার- বিরোধীদের শানাতে অনুব্রত-র অন্যতম সেরা অস্ত্র। একাধিক বিষয়ে বিরোধীরা নির্লজ্জের মতো কাজ করেছেন বোঝাতে তাঁদের আক্রমণের সুরে অনুব্রত বলেছেন, 'দারুণ লজ্জার ব্যাপার।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -