Anubrata Mondal : মুদির দোকান, মাছের ব্যবসা থেকে দোর্দণ্ডপ্রতাপ নেতা, কোন পথে হেঁটে উত্থান অনুব্রতর?
মুদির দোকান, মাছের ব্যবসা থেকে, বীরভূমে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা। রাজনীতিতে অনুব্রত মণ্ডলের উত্থান চমকপ্রদ! বৃহস্পতিবার সেই অনুব্রত মণ্ডলকে, গরু পাচার মামলায়, নাটকীয়ভাবে গ্রেফতার করল সিবিআই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনুব্রত মণ্ডলের জীবন বর্ণময়। তিনি লুঙ্গি-চটি পরে ট্রেডমিলে হাঁটতেন। সকালে উঠে নিয়মিত পুজো করতেন। আবার বিরোধীদের নিয়মিত হুমকি-হুঁশিয়ারিও দিতেন।
বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের উত্থান চমকপ্রদ! মুদির দোকান, মাছের ব্যবসা, গ্রিলের কারখানা, থেকে জেলা রাজনীতির সর্বময় নেতা হয়ে ওঠা।
৩ ভাইয়ের মধ্যে অনুব্রত মণ্ডল ছিলেন মেজ। অষ্টম শ্রেণির পরে আর পড়াশোনা করেননি। নানুরের হাটসেরান্দি গ্রামে বাবার ছিল মুদির দোকান।
সঙ্গে ছিল গ্রিলের কারখানা ও মাছের ব্যবসা। সেই সব কাজই দেখাশোনা করতেন অনুব্রত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে ১৯৯৮ সালে যোগ দেন তৃণমূলে।
২০০৪ সাল থেকে অনুব্রত মণ্ডলই বীরভূম জেলা তৃণমূলের দায়িত্বে। এখন তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য তিনি।
রাজ্য গ্রাম উন্নয়ন পর্ষদ , রাজ্য সড়কগার যোজনা এবং ময়ূরাক্ষী কটন মিলের সভাপতি তিনি।
বিয়ে করেছিলেন ৩০ বছর বয়সে । ৪ বছর আগে স্ত্রী বিয়োগ হয়েছে। তার আগে মা। এক মেয়ে আছে ।
অনুব্রত সর্বক্ষণের রাজনীতিবিদ! আর সেইসঙ্গে সর্বক্ষণের সঙ্গী বিতর্কও । এবার তাঁকেই গরু পাচারকাণ্ডে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে গেল সিবিআই।
কী হবে তাঁর ভবিষ্যৎ ? পার্টি কি তাঁর প্রতি কড়া হবে ? নাকি পাশে দাঁড়াবে ? উত্তর দেবে সময় !
- - - - - - - - - Advertisement - - - - - - - - -