Arjun Singh: বৃত্ত সম্পূর্ণ করলেন অর্জুন, ফিরলেন পুরনো সংসারে, এক নজরে সারাদিন
২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে ছেড়েছিলেন দল। ২০২৪-এর আগেই ফিরে এলেন অর্জুন সিংহ। আর ফিরেই ঘোষণা, আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল বাংলার ৪২ আসনেই জয়ী হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅর্জুনকে নিয়ে জল্পনা চলছিল বেশ কিছু দিন ধরেই। তাতে ইতি পড়ল রবিবার। ক্য়ামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন তিনি।
পাটের দাম নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই শনিবার রাতে ইঙ্গিতপূর্ণ টুইট করেন অর্জুন। আত্ম অহঙ্কারে মগ্ন যারা, তাদের সঙ্গ ছেড়ে ঝড়ের কাছে নৌকা বাঁধার কথা লেখেন।
তার পরই রবিবার সকাল থেকে চূড়ান্ত তৎপরতা শুরু হয়। কলকাতায় এসে পৌঁছন অর্জুন। জানান, রাজনীতিতে কিছুই অসম্ভব নয়, শেষ বলে কিছু নেই।
আলিপুরের তাজ বেঙ্গল হোটেলে ওঠেন অর্জুন। প্রায় এক ঘণ্টা সেখানে ছিলেন। সেই সময় ক্যামাক স্ট্রিটে পৌঁছন অভিষেকও। উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতৃত্বের মতামত নেন।
এর পর ক্যামাক স্ট্রিটে ডাক পড়ে অর্জুনের। তৃণমূলের পতাকা লাগানো গাড়ি নিয়েই তাজ হোটেল থেকে রওনা দেন তিনি।
প্রায় এক ঘণ্টা বৈঠকের পর ক্যামাক স্ট্রিটেই তৃণমূলে যোগ দেন অর্জুন। তৃণমূলের পতাকা পরিয়ে তাঁকে দলে স্বাগত জানান অভিষেক। উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিকরাও।
অর্জুন ক্যামাক স্ট্রিটে পৌঁছনো মাত্র জগদ্দলে তাঁর বাড়ি এবং বিজেপি-র স্থানীয় কার্যালয় থেকে খুলে ফেলা হয় বিজেপি-র পতাকা, ব্যানার, ফেস্টুন।
সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের পতাকা গলায় নিয়ে অর্জুন ছবি পোস্ট করার পরই জগদ্দলে বিজেপি-র পতাকার জায়গায় তোলা হয় তৃণমূলের পতাকা। সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র ব্যারাকপুরের সাংসদ পদটিই এই মুহূর্তে ধরে রেখেছেন অর্জুন।
অর্জুন জানিয়েছেন, ভুল বোঝাবুঝিতে তৃণমূল ছেড়েছিলেন। এখন ঘরের ছেলে ঘরে ফিরেছেন। অভিষেক জানিয়েছেন, বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করেছেন অর্জুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -