Arjun Singh: বৃত্ত সম্পূর্ণ করলেন অর্জুন, ফিরলেন পুরনো সংসারে, এক নজরে সারাদিন

তৃণমূলে ফিরলেন অর্জুন।

1/10
২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে ছেড়েছিলেন দল। ২০২৪-এর আগেই ফিরে এলেন অর্জুন সিংহ। আর ফিরেই ঘোষণা, আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল বাংলার ৪২ আসনেই জয়ী হবে।
2/10
অর্জুনকে নিয়ে জল্পনা চলছিল বেশ কিছু দিন ধরেই। তাতে ইতি পড়ল রবিবার। ক্য়ামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন তিনি।
3/10
পাটের দাম নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই শনিবার রাতে ইঙ্গিতপূর্ণ টুইট করেন অর্জুন। আত্ম অহঙ্কারে মগ্ন যারা, তাদের সঙ্গ ছেড়ে ঝড়ের কাছে নৌকা বাঁধার কথা লেখেন।
4/10
তার পরই রবিবার সকাল থেকে চূড়ান্ত তৎপরতা শুরু হয়। কলকাতায় এসে পৌঁছন অর্জুন। জানান, রাজনীতিতে কিছুই অসম্ভব নয়, শেষ বলে কিছু নেই।
5/10
আলিপুরের তাজ বেঙ্গল হোটেলে ওঠেন অর্জুন। প্রায় এক ঘণ্টা সেখানে ছিলেন। সেই সময় ক্যামাক স্ট্রিটে পৌঁছন অভিষেকও। উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতৃত্বের মতামত নেন।
6/10
এর পর ক্যামাক স্ট্রিটে ডাক পড়ে অর্জুনের। তৃণমূলের পতাকা লাগানো গাড়ি নিয়েই তাজ হোটেল থেকে রওনা দেন তিনি।
7/10
প্রায় এক ঘণ্টা বৈঠকের পর ক্যামাক স্ট্রিটেই তৃণমূলে যোগ দেন অর্জুন। তৃণমূলের পতাকা পরিয়ে তাঁকে দলে স্বাগত জানান অভিষেক। উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিকরাও।
8/10
অর্জুন ক্যামাক স্ট্রিটে পৌঁছনো মাত্র জগদ্দলে তাঁর বাড়ি এবং বিজেপি-র স্থানীয় কার্যালয় থেকে খুলে ফেলা হয় বিজেপি-র পতাকা, ব্যানার, ফেস্টুন।
9/10
সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের পতাকা গলায় নিয়ে অর্জুন ছবি পোস্ট করার পরই জগদ্দলে বিজেপি-র পতাকার জায়গায় তোলা হয় তৃণমূলের পতাকা। সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র ব্যারাকপুরের সাংসদ পদটিই এই মুহূর্তে ধরে রেখেছেন অর্জুন।
10/10
অর্জুন জানিয়েছেন, ভুল বোঝাবুঝিতে তৃণমূল ছেড়েছিলেন। এখন ঘরের ছেলে ঘরে ফিরেছেন। অভিষেক জানিয়েছেন, বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করেছেন অর্জুন।
Sponsored Links by Taboola