Arpita Mukherjee Death Threat : অর্পিতার প্রাণ সংশয় কেন ? কীভাবে জানল ইডি ?
ED in court : শুক্রবার পার্থ-অর্পিতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
অর্পিতার প্রাণ সংশয় কেন ? কীভাবে জানল ইডি ?
1/10
২৪ জুলাই, ব্যাঙ্কশাল কোর্ট থেকে অর্পিতা মুখোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েছিল ED-র কনভয়। তারপরই পার্থ-অর্পিতার যাত্রাপথে, ইডির কনভয়ে গাড়ির সংখ্যা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়।
2/10
শুক্রবার, আদালতে ফের অর্পিতার নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করল ইডি। জেলে অর্পিতার প্রাণ সংশয়? কার থেকে অর্পিতার প্রাণ সংশয়?
3/10
শুক্রবার পার্থ-অর্পিতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
4/10
এই নির্দেশের আগে, শুনানি চলাকালীন ইডির আইনজীবী দাবি করেন, অর্পিতাকে জেল হেফাজতে পাঠানো হলে তাঁর প্রাণসংশয় রয়েছে। তাই তাঁকে জল ও খাবার দেওয়ার আগে, যেন পরীক্ষা করে দেখে নেওয়া হয়।
5/10
ইডির আইনজীবীকে বিচারক পাল্টা প্রশ্ন করেন - প্রাণ সংশয় রয়েছে, একথা আপনারা নলেন কীভাবে? উত্তর ইডির তরফে বলা হয় - এটা বলা যাবে না, ইন্টেলিজেন্স ইনপুট রয়েছে।
6/10
ইডি’র এই মন্তব্য অত্যন্ত ইঙ্গিতপূর্ণ কারণ, এদিনই আদালতে তোলার আগে ইএসআই জোকা হাসপাতালে অর্পিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বলেন, যা বলার তিনি ইডিকে বলে দিয়েছেন।
7/10
নানা মহলে প্রশ্ন উঠছে, অর্পিতা কি গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিয়েছে ED’র হাতে? সেই তথ্যই কি তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে? আগামী দিনে কি অর্পিতা তদন্তে ED’র গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠবে?
8/10
ইডির তরফে এদিন আদালতের কাছে জানানো হয়, ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে, সেগুলির ফরেন্সিক অডিট করানো প্রয়োজন। এছাড়াও চলতি বছরের জুলাই পর্যন্ত পার্থ ও অর্পিতার কল রেকর্ড ডিটেলস পাওয়া গেছে। তাও ফরেন্সিকে পাঠানো হবে।
9/10
জেলে গিয়ে পার্থ ও অর্পিতাকে জেরা করতে পারবে ED । দু’জনকে জেলে কী ধরণের নিরাপত্তা দেওয়া হচ্ছে, তাও খতিয়ে দেখতে পারবে তারা।
10/10
পার্থ অর্পিতাকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হল। ১৮ তারিখ পার্থ-অর্পিতা দু’জনকেই ফের আদালতে তোলা হবে।
Published at : 06 Aug 2022 11:19 AM (IST)