Arpita Mukherjee Death Threat : অর্পিতার প্রাণ সংশয় কেন ? কীভাবে জানল ইডি ?
২৪ জুলাই, ব্যাঙ্কশাল কোর্ট থেকে অর্পিতা মুখোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েছিল ED-র কনভয়। তারপরই পার্থ-অর্পিতার যাত্রাপথে, ইডির কনভয়ে গাড়ির সংখ্যা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুক্রবার, আদালতে ফের অর্পিতার নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করল ইডি। জেলে অর্পিতার প্রাণ সংশয়? কার থেকে অর্পিতার প্রাণ সংশয়?
শুক্রবার পার্থ-অর্পিতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
এই নির্দেশের আগে, শুনানি চলাকালীন ইডির আইনজীবী দাবি করেন, অর্পিতাকে জেল হেফাজতে পাঠানো হলে তাঁর প্রাণসংশয় রয়েছে। তাই তাঁকে জল ও খাবার দেওয়ার আগে, যেন পরীক্ষা করে দেখে নেওয়া হয়।
ইডির আইনজীবীকে বিচারক পাল্টা প্রশ্ন করেন - প্রাণ সংশয় রয়েছে, একথা আপনারা নলেন কীভাবে? উত্তর ইডির তরফে বলা হয় - এটা বলা যাবে না, ইন্টেলিজেন্স ইনপুট রয়েছে।
ইডি’র এই মন্তব্য অত্যন্ত ইঙ্গিতপূর্ণ কারণ, এদিনই আদালতে তোলার আগে ইএসআই জোকা হাসপাতালে অর্পিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বলেন, যা বলার তিনি ইডিকে বলে দিয়েছেন।
নানা মহলে প্রশ্ন উঠছে, অর্পিতা কি গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিয়েছে ED’র হাতে? সেই তথ্যই কি তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে? আগামী দিনে কি অর্পিতা তদন্তে ED’র গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠবে?
ইডির তরফে এদিন আদালতের কাছে জানানো হয়, ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে, সেগুলির ফরেন্সিক অডিট করানো প্রয়োজন। এছাড়াও চলতি বছরের জুলাই পর্যন্ত পার্থ ও অর্পিতার কল রেকর্ড ডিটেলস পাওয়া গেছে। তাও ফরেন্সিকে পাঠানো হবে।
জেলে গিয়ে পার্থ ও অর্পিতাকে জেরা করতে পারবে ED । দু’জনকে জেলে কী ধরণের নিরাপত্তা দেওয়া হচ্ছে, তাও খতিয়ে দেখতে পারবে তারা।
পার্থ অর্পিতাকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হল। ১৮ তারিখ পার্থ-অর্পিতা দু’জনকেই ফের আদালতে তোলা হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -