Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ED files charge sheet : 'মা হতে চেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়, ইচ্ছেয় সায় দিয়েছিলেন পার্থ' দাবি EDর
১৭২ পাতার চার্জশিটে একের পর এক বিস্ফোরক দাবি করে চলেছে ইডি। কখনও অর্পিতা মুখোপাধ্যায়ের বিমার প্রিমিয়াম নিয়ে, কখনও তাঁর সম্পত্তি নিয়ে, কখনও আবার তাঁর ব্যক্তিগত ইচ্ছে নিয়ে উঠছে অভিযোগ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে এবার ইডি যা দাবি করল , তা এক কথা বিস্ফোরক ! ১৭২ পাতার চার্জশিটে অর্পিতা মুখোপাধ্যায় সম্পর্কে চাঞ্চল্যকর দাবি করল ইডি।
ইডির দাবি, মা হতে চেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়, তাঁর ইচ্ছেয় সায় দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় !
সূত্রের খবর, ইডি চার্জশিটে দাবি করেছে, অর্পিতা সন্তান দত্তক নিতে চেয়েছিলেন। আপত্তি নেই জানিয়ে তাতে নো-অবজেকশনও দিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
কেন পার্থকে নো-অবজেকশন দিতে হল ? তিনি একদিকে মন্ত্রী ছিলেন তেমন, অন্যদিকে আসীন ছিলেন রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে।
অর্পিতার পারিবারির ঘনিষ্ঠ হিসেবে তাই তিনি ওই আপত্তি-নেই সার্টিফিকেট দেন ! বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, চিঠিতে থাকা সইয়ের কথা স্বীকারও করেছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় জানান, জনপ্রতিনিধি হিসেবে অনেককেই এধরনের সার্টিফিকেট দিতে হয়।
এছাড়াও দাবি করা হয়েছে, <অর্পিতা মুখোপাধ্যায়ের জীবন বিমার প্রিমিয়াম বাবদ দিতে হত বছরে দেড় কোটি টাকা। আর এই প্রিমিয়াম দিতেন পার্থ চট্টোপাধ্যায়। ED’র চার্জশিটে এমনই দাবি করা হয়েছে।
হ্যাঁ এটাই সত্যি! ইডি চার্জশিটে দাবি করেছে, অর্পিতা মুখোপাধ্যায়ের জীবন বিমার প্রিমিয়াম বাবদ দিতে হত বছরে দেড় কোটি টাকা! আর এই প্রিমিয়াম দিতেন পার্থ চট্টোপাধ্যায়!
পার্থ চট্টোপাধ্যায়ের মোবাইল ফোনের ফরেন্সিক পরীক্ষা করেই জীবন বিমার প্রিমিয়াম নিয়ে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -