ED files charge sheet : 'মা হতে চেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়, ইচ্ছেয় সায় দিয়েছিলেন পার্থ' দাবি EDর

Arpita Mukherjee & Partha Chatterjee : সূত্রের খবর, চিঠিতে থাকা সইয়ের কথা স্বীকারও করেছেন তিনি।

ED files charge sheet : 'মা হতে চেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়, ইচ্ছেয় সায় দিয়েছিলেন পার্থ' দাবি EDর

1/10
১৭২ পাতার চার্জশিটে একের পর এক বিস্ফোরক দাবি করে চলেছে ইডি। কখনও অর্পিতা মুখোপাধ্যায়ের বিমার প্রিমিয়াম নিয়ে, কখনও তাঁর সম্পত্তি নিয়ে, কখনও আবার তাঁর ব্যক্তিগত ইচ্ছে নিয়ে উঠছে অভিযোগ।
2/10
তবে এবার ইডি যা দাবি করল , তা এক কথা বিস্ফোরক ! ১৭২ পাতার চার্জশিটে অর্পিতা মুখোপাধ্যায় সম্পর্কে চাঞ্চল্যকর দাবি করল ইডি।
3/10
ইডির দাবি, মা হতে চেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়, তাঁর ইচ্ছেয় সায় দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় !
4/10
সূত্রের খবর, ইডি চার্জশিটে দাবি করেছে, অর্পিতা সন্তান দত্তক নিতে চেয়েছিলেন। আপত্তি নেই জানিয়ে তাতে নো-অবজেকশনও দিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
5/10
কেন পার্থকে নো-অবজেকশন দিতে হল ? তিনি একদিকে মন্ত্রী ছিলেন তেমন, অন্যদিকে আসীন ছিলেন রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে।
6/10
অর্পিতার পারিবারির ঘনিষ্ঠ হিসেবে তাই তিনি ওই আপত্তি-নেই সার্টিফিকেট দেন ! বলে জানা গিয়েছে।
7/10
সূত্রের খবর, চিঠিতে থাকা সইয়ের কথা স্বীকারও করেছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় জানান, জনপ্রতিনিধি হিসেবে অনেককেই এধরনের সার্টিফিকেট দিতে হয়।
8/10
এছাড়াও দাবি করা হয়েছে, <অর্পিতা মুখোপাধ্যায়ের জীবন বিমার প্রিমিয়াম বাবদ দিতে হত বছরে দেড় কোটি টাকা। আর এই প্রিমিয়াম দিতেন পার্থ চট্টোপাধ্যায়। ED’র চার্জশিটে এমনই দাবি করা হয়েছে।
9/10
হ্যাঁ এটাই সত্যি! ইডি চার্জশিটে দাবি করেছে, অর্পিতা মুখোপাধ্যায়ের জীবন বিমার প্রিমিয়াম বাবদ দিতে হত বছরে দেড় কোটি টাকা! আর এই প্রিমিয়াম দিতেন পার্থ চট্টোপাধ্যায়!
10/10
পার্থ চট্টোপাধ্যায়ের মোবাইল ফোনের ফরেন্সিক পরীক্ষা করেই জীবন বিমার প্রিমিয়াম নিয়ে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
Sponsored Links by Taboola