রোজনামচার বাইরে 'অন্য ভাবনা', SBI আধিকারদের উদ্যোগে আসানসোল শাখায় আয়োজিত রক্তদান শিবির
নটা-পাঁচটার রোজনামচা। নিয়মমাফিক ডিউটির বাইরেও সমাজসেবার অন্যরকম ভাবনায় ব্যাঙ্ক আধিকারিকরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা আবহে রক্তের আকাল ইতিমধ্যেই প্রকট হয়েছে। সে কথা মাথায় রেখেই আসানসোলের শহরবাসীদের জন্য এগিয়ে এল SBI আধিকারিকদের শাখা সংগঠন, বর্ধমান AZCl
আর এই উদ্যোগেই নজির গড়েছে SBI আধিকারিক সংগঠন। ব্যাঙ্কিং পরিষেবার বাইরেও SBI আধিকারিক সংগঠনের সামাজিক এই প্রয়াস কার্যতই প্রশংসা কুড়িয়েছে।
শনিবার সকালে অনুষ্ঠিত হন এই রক্তদান শিবিরষ আসানসোল সাব ডিভিশন হাসপাতালের সহযোগিতায় SBI আসানসোল শাখাতেই রক্তদান শিবিরের আয়োজন করেন SBI আধিকারিকরা।
শুধু আধিকারিক বা তাদের পরিবারের লোকেরাই নন, এদিন রক্তদান করলেন বেশ কয়েকজন গ্রাহকও। কয়েকজন পুলিশকর্মী ও আধিকারিকরাও শিবিরে অংশ নিয়ে অন্যদের উৎসাহিত করেন।
শনিবারের এই শিবির ছিল সংগঠনের তৃতীয় প্রয়াস। উদ্যোক্তারা জানিয়েছেন এর আগে তাঁরা তালিত, গলসিতেও একই রকম দুটি শিবির করেছেন।
SBI আধিকারিকদের এই দৃষ্টান্তমূলক প্রয়াস আগামী দিনেও ব্যাঙ্কের দৈনন্দিন কাজের বাইরে নিঃসন্দেহে অন্যদেরও অনুপ্রাণিত করবে।
SBIOA সংগঠনের বর্ধমান নেতৃত্ব, ভাইস প্রেসিডেন্ট ও অন্যান্য আধিকারিক সংগঠনের পক্ষ থেকেও সর্বোচ্চ পর্যায়ের দুই নেতৃত্ব উপস্থিত ছিলেন এই শিবিরে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -