রোজনামচার বাইরে 'অন্য ভাবনা', SBI আধিকারদের উদ্যোগে আসানসোল শাখায় আয়োজিত রক্তদান শিবির

SBI-এর আসানসোল শাখাতেই এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়

1/8
নটা-পাঁচটার রোজনামচা। নিয়মমাফিক ডিউটির বাইরেও সমাজসেবার অন্যরকম ভাবনায় ব্যাঙ্ক আধিকারিকরা।
2/8
করোনা আবহে রক্তের আকাল ইতিমধ্যেই প্রকট হয়েছে। সে কথা মাথায় রেখেই আসানসোলের শহরবাসীদের জন্য এগিয়ে এল SBI আধিকারিকদের শাখা সংগঠন, বর্ধমান AZCl
3/8
আর এই উদ্যোগেই নজির গড়েছে SBI আধিকারিক সংগঠন। ব্যাঙ্কিং পরিষেবার বাইরেও SBI আধিকারিক সংগঠনের সামাজিক এই প্রয়াস কার্যতই প্রশংসা কুড়িয়েছে।
4/8
শনিবার সকালে অনুষ্ঠিত হন এই রক্তদান শিবিরষ আসানসোল সাব ডিভিশন হাসপাতালের সহযোগিতায় SBI আসানসোল শাখাতেই রক্তদান শিবিরের আয়োজন করেন SBI আধিকারিকরা।
5/8
শুধু আধিকারিক বা তাদের পরিবারের লোকেরাই নন, এদিন রক্তদান করলেন বেশ কয়েকজন গ্রাহকও। কয়েকজন পুলিশকর্মী ও আধিকারিকরাও শিবিরে অংশ নিয়ে অন্যদের উৎসাহিত করেন।
6/8
শনিবারের এই শিবির ছিল সংগঠনের তৃতীয় প্রয়াস। উদ্যোক্তারা জানিয়েছেন এর আগে তাঁরা তালিত, গলসিতেও একই রকম দুটি শিবির করেছেন।
7/8
SBI আধিকারিকদের এই দৃষ্টান্তমূলক প্রয়াস আগামী দিনেও ব্যাঙ্কের দৈনন্দিন কাজের বাইরে নিঃসন্দেহে অন্যদেরও অনুপ্রাণিত করবে।
8/8
SBIOA সংগঠনের বর্ধমান নেতৃত্ব, ভাইস প্রেসিডেন্ট ও অন্যান্য আধিকারিক সংগঠনের পক্ষ থেকেও সর্বোচ্চ পর্যায়ের দুই নেতৃত্ব উপস্থিত ছিলেন এই শিবিরে।
Sponsored Links by Taboola