Banglar Bari:বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া শুরু, কারা পাবেন , কত পাবেন, কীভাবে পাবেন ?
বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। আজ থেকে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া শুরু।এদিন মুখ্যমন্ত্রী বলেন, '৬০ হাজার করে ২ কিস্তিতে বাংলার বাড়ি প্রকল্পে টাকা। কথা রাখেনি কেন্দ্র, ৩ বছর ধরে টাকা দেয়নি। বলেছিলাম টাকা দেব, তাই অনেক চেষ্টা করে দিচ্ছি।'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিনি বলেন, ১২ লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে বাড়ি তৈরির টাকা। কেন্দ্রের কাছে ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা পাওনা। সবকিছুতে সেস বসাচ্ছে কেন্দ্র, রাজ্য কিছু পায় না।'
বাংলা আবাস যোজনায় টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার। আজ নবান্নে ৪২ জনের হাতে প্রথম কিস্তির ৬০ হাজার টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। চলতি বছরের মধ্যেই এই টাকা পেয়ে যাবেন রাজ্যের ১২ লক্ষ উপভোক্তা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, পরবর্তীকালে ধাপে ধাপে বাকিদেরও টাকা দেওয়া হবে।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা কথা দিয়েছি। তাই ১২ লাখকে আমরা দেব। ২১ টা জেলা থেকে দু জন করে এসেছেন । ৪২ জনকে অনুমোদন পত্র তুলে দেব এখানে। আজ প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে দেওয়া হল।
'অভিযোগ, ৩ বছর ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় রাজ্য সরকারই আবাস যোজনার টাকা দেবে বলে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই মতো মঙ্গলবার রাজ্যের ২১টি জেলার ৪২ জনকে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির চেক ও শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী আবাস যোজনা নয়, এখন থেকে এই প্রকল্পের নাম বাংলা আবাস যোজনা। এই প্রকল্পে দুই কিস্তিতে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেবে রাজ্য সরকার।
প্রথম ধাপে মোট ১২ লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির ৬০ হাজার টাকা এবং একটি করে শংসাপত্র পাবেন। এরজন্য ইতিমধ্যে ৭ হাজার ২০০ কোটি টাকা রিলিজ করা হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে নবান্ন সূত্রে খবর।
২০২২ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে মোট ২৮ লক্ষ আবেদনকারীর নাম কেন্দ্রে পাঠিয়েছিল রাজ্য সরকার। যদিও সেই তালিকা নিয়ে নানা অভিযোগ ওঠে।
পরবর্তীকালে ঝাড়াই বাছাই করে ১১ লক্ষ উপভোক্তার নাম চূড়ান্ত করলেও, কোনও টাকা আসেনি মোদি সরকারের তরফে।
এই অবস্থায় কেন্দ্রের ঠিক করা ১১ লক্ষ ও সাম্প্রতিক অতীতে রাজ্যে ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ১ লক্ষ উপভোক্তাকে প্রথম দফায় বাংলা আবাস যোজনায় টাকা দেওয়া হচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -