Basanti Puja Kumari Puja : আজ বাসন্তী পুজো, মহামায়ার কুমারী রূপের পুজো মোহনানন্দ আশ্রমে, দেখুন ছবি
বাসন্তী পুজো আজ, মঙ্গলবার। এই পুজোই আদি দুর্গাপুজো। রাজা সুরথ যখন সর্বস্ব হারিয়ে পথে পথে ঘুরছেন, তখনই এক ঋষির কাছে তিনি শোনেন দেবী মহামায়ার মাহাত্ম্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবসন্ত কালের শুক্ল পক্ষে রাজা সুরথ মহামায়ার পুজো শুরু করেছিলেন। সেই জন্যই এ পুজোর নাম বাসন্তী পুজো।
বাসন্তী পুজোর আজ মহাষ্টমী। এদিন মহাপুজো হয় মায়ের। একেবারে দুর্গাপুজোর মতোই আয়োজন।
এই অষ্টমী তিথিতে অনেক জায়গায় দেবী পূজিতা মা-অন্নপূর্ণা রূপেও। এদিন বাঁকুড়ায় মোহনানন্দ আশ্রমে মহা ধূমধাম করে বাসন্তী পুজো হয় ।
দীর্ঘ ধারাবাহিকতা মেনে শাস্ত্র মতে, বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বাঁকুড়া শহরের প্রতাপবাগানের শ্রী শ্রী মোহনানন্দ আশ্রমের বাসন্তী পূজায় মহাষ্টমীতে কুমারী পুজো অনুষ্ঠিত হল।
মঙ্গলবার এখানে 'কুমারী রুপে পুজিতা হলেন বাঁকুড়া শহরের প্রতাপবাগানেরই আট বছর বয়সী, দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আরাধ্যা গোস্বামী। আরাধ্যার বাবা সন্দীপ গোস্বামী, মা প্রণতী গোস্বামী দু'জনই শিক্ষকতা করেন।
শাস্ত্র বলে, কুমারী পুজোর সূচনার পিছনে রয়েছে একটি গল্প। কোলাসুরকে বধ করে অশুভের নাশ করেছিলেন ময়ামাহা। পুরাণে কথিত আছে, কোলাসুর এক মহা দোর্দণ্ডপ্রতাপ অসুর।
এক সময় সে স্বর্গ-মর্ত্য অধিকার করে নেয়। বিপন্ন দেবতারা মহাকালীর শরণাপন্ন হন। তিনি দেবতাদের প্রার্থনায় সাড়া দিযে় পুনর্জন্ম নেন। কুমারীরূপে কোলাসুরকে বধ করেন। এরপর থেকেই মর্ত্যে কুমারী পুজো প্রচলন হয়।
শ্রী শ্রী মোহনানন্দ আশ্রম সূত্রে জানানো হয়েছে, ১৯৮২ সালে এই আশ্রমে বাসন্তী পুজো শুরু হয়। সেই সময় থেকে এখানে কুমারী পুজো হয়ে আসছে। এদিন সকালে ঢাকের বাদ্য সহযোগে ফুল-মালায় সাজিয়ে কুমারীকে আশ্রমে আনা হয়।
এবার 'কুমারী' রূপে পূজিতা ছোট্ট আরাধ্যা। আরাধ্যা গোস্বামীর বাবা সন্দীপ গোস্বামী, মা প্রণতী গোস্বামী জানালেন, মেয়ে কুমারী রূপে পূজিতা, তাই তাঁরা খুবই খুশি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -