Bayron Biswas কেউ বললেন 'ব্যবসায়ী', কারও চোখে 'বিশ্বাসঘাতক', কী বললেন বাইরন ?
নিজের দলের ভূমিকায় সরব হলেন চিরঞ্জিৎ। তাঁর বক্তব্য, 'একজনের ভোটে জিতে কীভাবে অন্য দলে চলে গেলেন? এটা উচিত নয়। আমি এসব পছন্দ করি না। যে চিহ্ন দেখে মানুষ ভোট দিয়েছিলেন, তাহলে সেই চিহ্নেরই মূল্য থাকল না। তাহলে তো লোক ঠকানো হয়। দলবদল কেউ করতেই পারেন। কিন্তু এক বছর তাঁকে বড় পদ দেওয়া উচিত নয়। আমি অর্জুনের ক্ষেত্রেও একই কথা বলেছিলাম। লাভ হয়নি।'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বায়রন বিশ্বাসকে তৃণমূলে স্বাগত। আশা করি বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন বায়রন। কংগ্রেস-সিপিএম জোটে কাদের সুবিধা হয়েছে মানুষ দেখেছে। কংগ্রেস-সিপিএম জোটে বিজেপির লাভ হয়েছে।'
' তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে বিজেপির হাত শক্তশালী করছে। বাংলায় তৃণমূলকে ভাঙতে চেয়েছে কংগ্রেস, তাতে কার হাত শক্ত হবে? রামধনু জোটের নির্যাস শূন্য। আমরা ভাঙার খেলায় বিশ্বাস করি না, গড়ার খেলায় বিশ্বাস করি’, বাইরনের দলবদলের পর মন্তব্য অভিষেকের।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'মানুষের রায় ছিল বায়রন বিশ্বাস কংগ্রেসের এমএলএ হোক। দিদি ও খোকাবাবুর ইচ্ছে ছিল মানুষের রায়কে পদাঘাত করে এগিয়ে যাব। নির্বাচনে পরাজয় মেনে নিতে পারেনি তৃণমূল। তাই ভোটের পর বারবার চেষ্টা করে গিয়েছে বায়রনকে তৃণমূলে নিতে। যা যা করেছে তাতে স্পষ্ট হয়েছিল, তৃণমূল এই হারকে মেনে নেবে না।'
তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন বায়রন। ‘কংগ্রেসে কাজ করতে পারছিলাম না, আমি বরাবরই তৃণমূলে ছিলাম’ দলবদলের পর মন্তব্য বায়রন বিশ্বাসের ।
বায়রন তৃণমূলে যোগ দিয়ে আরও বলেন, তিনি যে জয়ী হয়েছেন তার পিছনে কংগ্রেসের কোনও অবদান ছিল না।
বায়রনের দাবি, তিনি তৃণমূল থেকে টিকিট নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু টিকিট পাননি বলেই কংগ্রেসের টিকিটে ভোটে লড়েন। কিন্তু জয়ে কংগ্রেসের কোনও অবদান নেই।
বাম শিবিরের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য তোপ দেগে বলেন, 'হাটে-বাজারে বিক্রি হওয়া কিছু মেরুদণ্ডহীন প্রাণী যেমন বিক্রি হয় তেমনই বিক্রি হওয়ার নমুনা দেখলাম আমরা। নরেন্দ্র মোদি-অমিত শাহ যে কাজ দেশব্যাপী করেন, তেমনটাই আমরা দেখলাম। জেতা বিরোধী দলের নেতাদের ভয় দেখিয়ে বা পয়সার বলে কিনে নেওয়া। বিজেপি ও তৃণমূল যে একইভাবে গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর, সেই প্রমাণই যেন ফের একবার দেখা গেল। '
বায়রন বিশ্বাসের দলবদল নিয়ে নিশানা করেছেন জয়রাম রমেশও। জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদকের ট্যুইট করে বলেন,'কংগ্রেস বিধায়ক হিসেবে ঐতিহাসিক জয়ের ৩ মাস পর, বায়রন বিশ্বাসকে লোভ দেখিয়ে ভাঙিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এটা সাগরদিঘি বিধানসভার ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা।'
' বায়রন বিশ্বাস ব্যবসায়ী', কংগ্রেসের হাত ছাড়তেই বললেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -