Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Behala Road Accident : স্কুল-পড়ুয়ার মৃত্যুর পর বিক্ষোভ দমাতে পুলিশের কাঁদানে গ্যাস, ত্রস্ত খুদে পড়ুয়ারা, আতঙ্কে অসুস্থ
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র বেহালা। মাটিবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল বড়িশা হাইস্কুলের প্রাথমিকের পড়ুয়া সৌরনীল সরকারের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘাতক লরি পিষে মারে শিশুটিকে। ভয়ঙ্করভাবে আহত তার বাবাও। এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি মৃত শিশুর বাবা সরোজকুমার সরকার।
শিশুটির বাবার বাঁ পায়ের উপর দিয়ে লরির চাকা চলে গেছে। বাঁ পায়ের হাড় দু টুকরো আজই হবে অস্ত্রোপচার।
স্থানীয় সূত্রে খবর, বাবার সঙ্গে রাস্তা পেরোনোর সময় বেপোরোয়া গতিতে আসা লরিটি পড়ুয়াকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
স্কুলের সামনে পথ নিরাপত্তা পর্যাপ্ত নয়। বারবার বলেও পুলিশের হেলদোল নেই, রাস্তার ধারে স্কুল, তবু সকালে কোনও পুলিশকর্মী থাকেন না, অভিযোগ হেড মাস্টারমশাইয়ের।
দুর্ঘটনার পরও এগিয়ে আসেনি পুলিশ। অভিযোগ স্থানীয়দের। মৃতদেহ উদ্ধারে এলে পুলিশের গাড়ি ও একের পর এক বাইকে অগ্নিসংযোগ করে জনতা।
একাধিক সরকারি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, নামে র্যাফ। লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ।
কান্নায় ভেঙে পড়েন মৃত শিশুর স্কুলের প্রধান শিক্ষক। স্কুলের সামনে কাঁদানে গ্যাসের শেল ফাটানোয় অসুস্থ হয়ে পড়ে শিশু পড়ুয়া ও অভিভাবকরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -